কানপুর: কোভিড ১৯ সংক্রমণের জন্য দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সভার দিকে আঙুল উঠেছে ইতিমধ্যেই। এবার গা ঢাকা দিয়ে থাকা জামাত সদস্যদের হুঁশিয়ারি পুলিশের। কানপুর পুলিশ জানাল, বারবার কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষা করাতে নিজে থেকে এগিয়ে আসতে বলা হচ্ছে তবলিঘি জামাত সদস্য়দের। কিন্তু তারা গা ঢাকা দিয়ে রয়েছে।
পুলিশ ইনস্পেক্টর জেনারেল (কানপুর রেঞ্জ) মোহিত আগরওয়াল বলেন, গত মাসে দিল্লির ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিছু লোকজনের এখনও লুকিয়ে থাকার প্রবল সম্ভাবনা আছে। এরা নিজেদের পাশাপাশি পরিবার এবং সর্বোপরি গোটা সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। গত তিনদিনে কানপুরে করোনাভাইরাস পজিটিভ মানুষের সংখ্যা বেশ বেড়েছে বলে জানান তিনি। আরও জানান, মোট করোনাভাইরাস আক্রান্ত ৭৪ জনের অধিকাংশেরই তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের যোগ আছে। আগরওয়াল বলেন, তবলিঘ জামাত সদস্যরা এখনও আত্মগোপন করে আছে। আমরা বারবার ওদের নিজেদের জীবনের স্বার্থেই এবং অতিমারী সংক্রমণ ছড়ানো আটকানোয় আমাদের সাহায্য করতে এগিয়ে আসার আবেদন করছি। স্বেচ্ছায় এগিয়ে এলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না, কিন্তু এর অন্যথা হলে কঠোর পদক্ষেপ করা হবে। লুকিয়ে থাকা তবলিঘি জামাত সদস্য়দের হদিশ পেতে পুলিশকে খবর দিয়ে সাহায্য করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, খবর দেওয়া লোকজনের পরিচয় গোপন রাখা হবে বলে ঘোষণা করেন আগরওয়াল।
'লুকিয়ে থাকা' তবলিঘি জামাত সদস্য়দের খবর দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা কানপুর পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 08:36 PM (IST)
পুলিশ ইনস্পেক্টর জেনারেল (কানপুর রেঞ্জ) মোহিত আগরওয়াল বলেন, গত মাসে দিল্লির ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিছু লোকজনের এখনও লুকিয়ে থাকার প্রবল সম্ভাবনা আছে। এরা নিজেদের পাশাপাশি পরিবার এবং সর্বোপরি গোটা সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -