COVID-19 Live Updates: জানুয়ারিতে ফের বাড়বে কোভিড? আগামী ৪০ দিনের জন্য সতর্কতা জারি

COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 28 Dec 2022 11:27 PM

প্রেক্ষাপট

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা (Novel Coronavirus)। ভয় দেখাচ্ছে, ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BF.7 (Omicron BF.7)। চিনের পরিস্থিতি দেখে সতর্ক হয়েছে ভারত (COVID Live Updates)। কোভিড চিকিৎসায় ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিনকে...More

COVID Live News Updates: আরও কোভিড ভ্যাকসিন, টেস্টিং কিট লাগবে, কেন্দ্রকে চিঠি দেবে বাংলা

পশ্চিমবঙ্গ সরকার বুধবার আরও কোভিড ভ্যাকসিন এবং টেস্টিং কিটগুলির জন্য অনুরোধ করার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেজাল ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ, কোভ্যাক্সিনের এক লক্ষ ডোজ এবং কোভিশিল্ডের ১৫ লক্ষ ডোজ পাঠানোর অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।