COVID-19 Live Updates: জানুয়ারিতে ফের বাড়বে কোভিড? আগামী ৪০ দিনের জন্য সতর্কতা জারি

COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 28 Dec 2022 11:27 PM
COVID Live News Updates: আরও কোভিড ভ্যাকসিন, টেস্টিং কিট লাগবে, কেন্দ্রকে চিঠি দেবে বাংলা

পশ্চিমবঙ্গ সরকার বুধবার আরও কোভিড ভ্যাকসিন এবং টেস্টিং কিটগুলির জন্য অনুরোধ করার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেজাল ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ, কোভ্যাক্সিনের এক লক্ষ ডোজ এবং কোভিশিল্ডের ১৫ লক্ষ ডোজ পাঠানোর অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

Coronavirus LIVE Updates: বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে

বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে। নানা স্থানে চলছে করোনা টেস্ট 

COVID Live News Updates: করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নর

করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে নবান্ন, জেলাগুলিকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

Coronavirus LIVE Updates: 'প্যানিক করার কিছু নেই', বলছেন বিশেষজ্ঞরা

ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, এত প্যানিক করার কিছু নয়। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা। 

COVID Live News Updates: দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক

দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক। গত এক সপ্তাহে দিল্লিতে এই ডোজ নেওয়ার সংখ্যা বেড়েছে অনেকটাই। 

Coronavirus LIVE Updates: "করোনার জন্য আগামী ৪০দিন গুরুত্বপূর্ণ"

দেশে কোভিড নিয়ে চিন্তা জারি রয়েছে। পরবর্তী ৪০ দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভারতে জানুয়ারী মাসের মাঝামাঝি কোভিড কেস আগের প্রবণতা অনুসারে বাড়তে পারে, এমনটাই জানিয়েছে সরকারি সূত্র। 

COVID Live News Updates: নেজাল ভ্যাকসিন, বুস্টার ডোজ কি একসঙ্গে নেওয়া যায়?

অনেকেই জানিয়েছেন নেজাল ভ্যাকসিন এবং বুস্টার ডোজ একসঙ্গে নেওয়া যায় কি না তা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকে। এক চিকিৎসকের কথায়, "আপনি 'অতিরিক্ত' ভ্যাকসিন নিলে কিছুই ঘটবে না। এর ফলে বেশি সুরক্ষা পাওয়া যাবে তেমন কোনও বিষয় নয়।" 


 

Coronavirus LIVE Updates: 'কোভিডের তৃতীয় ডোজ আটকাতে পারে কোভিড মৃত্যু'

কোভিডের তৃতীয় ডোজ আটকাতে পারে কোভিড মৃত্যু, জানাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন 

COVID Live News Updates: চিন থেকে আসা মা-সন্তান কোভিড আক্রান্ত, মাদুরাইতে চিন্তা

চিন থেকে মাদুরাইতে আসা মা ও সন্তান দুজনেই করোনা আক্রান্ত। যদিও উপসর্গ তেমন নেই, কিন্তু তাঁদের আইসোলেশনে রাখ হয়েছে এবং পর্যবেক্ষণেও রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে সেখানকার স্বাস্থ্য দফতর। 


 

COVID Live Updates: আমদাবাদের বেশ কিছু কেন্দ্রে অমিল কোভিড ভ্যাকসিন

আমদাবাদের বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে  কোভিড ভ্যাকসিনের ঘাটতির কথা জানা গিয়েছে। প্রাথমিকভাবে বুস্টার শটগুলির চাহিদা বৃদ্ধির কারণে এমন পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।  এক সপ্তাহেরও কম সময়ে ভ্যাকসিনের চাহিদা প্রায় ১৭ গুণ বেড়ে যাওয়ায় ১ জানুয়ারির আগে এই ভ্যাকসিনের চাহিদা পূরণ হওয়ার সম্ভাবনা নেই, জানান হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। 

COVID Live News: নতুন করে করোনা নিয়ে উদ্বেগ, আমিরশাহিফেরত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা এয়ার ইন্ডিয়ার

নতুন করে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই আবহে সংযুক্ত আরব আমিরশাহি থেকে আগত যাত্রীদের জন্য নির্দেশিকা প্রকাশ করল এয়ার ইন্ডিয়া। সংশ্লিষ্ট দেশে সম্পূর্ণ টিকাকরণের যে বিধি রয়েছে, তা হয়ে থাকলে, তবেই বিমানে ওঠা যাবে বলে জানানো হয়েছে। 



 


COVID Live Updates: বিহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, তিন দিনে নতুন রোগী ১৪ জন

বিহারে করোনা সংক্রমণে বাড়বাড়ন্ত। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত একটিও করোনী রোগী ছিল না। কিন্তু বর্তমানে ১৪ জন আক্রান্ত। এর মধ্যে ১২ জন রোগী গয়াতেই।

COVID Live News: দুবাইফেরত দুই যাত্রীর শরীরে কোভিড সংক্রমণ, ধরা পড়ল চেন্নাই বিমানবন্দরে

দুবাইফেরত দুই যাত্রীর শরীরে কোভিড সংক্রমণ। ধরা পড়ল চেন্নাই বিমানবন্দরে। স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠানো হল নমুনা।


 

Daily COVID Cases: দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৮

একদিনে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল প্রায় ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫৭। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৬৪৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর কোনও খবর নেই। 

COVID Live Updates: পড়শি দেশে বাড়ছে সংক্রমণ, বিদেশফেরত মহিলা ও সন্তানের শরীরে মিলল করোনা, নিভৃতবাসে পাঠানো হল

চিন-ফেরত এক মহিলা ও তাঁর ৬ বছরের কন্যাসন্তান করোনায় আক্রান্ত। চিন থেকে কলম্বো হয়ে মেয়েকে নিয়ে ফেরেন ওই মহিলা। মঙ্গলবার তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরে নামার পর তাঁদের আরটিপিসিআর টেস্ট করা হয়। তাতে পজিটিভ রেজাল্ট আসে। এমনই জানিয়েছেন সেখানকার এক স্বাস্থ্য আধিকারিক। ভিরুধুনগরের বাড়িতে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের নমুনা জেনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য রাজ্যের ল্যাবে পাঠানো হবে।

COVID Live News: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন

দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২৭।  দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৪৫৯। গত ২৪ ঘণ্টায় করোনায় কেরলে ১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৬ জনের।

COVID Live Updates: ৬ অক্সিজেন প্লান্ট, সিলিন্ডার ১৭০০, করোনা মোকাবিলায় প্রস্তুত জম্মু ও কাশ্মীর

কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ জম্মু ও কাশ্মীরেও। সেখানে ছয়টি অক্সিজেন প্লান্ট রয়েছে। প্রতি মিনিটে ৫ হাজার ৬০০ লিটার অক্সিজেন উৎপন্ন করা সম্ভব। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১ হাজার ৭০০টি।

COVID Live News: মাদুরাইয়ে করোনা আক্রান্ত চিন ফেরত মহিলা ও তাঁর ৬ বছরের মেয়ে

চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, মৃতদেহ হাতে পাওয়ার জন্য করোনায় মৃত্যু নয় জানিয়ে ফর্ম পূরণ করতে হচ্ছে মৃতের পরিবারকে। মাদুরাইয়ে করোনা আক্রান্ত চিন ফেরত মহিলা ও তাঁর ৬ বছরের মেয়ে। 


 

COVID Live Updates: আগেই বুস্টার নেওয়া হয়ে গেলে, আর নিতে হবে না নেজাল ড্রপ, মত চিকিৎসকদের একাংশের

আগেই বুস্টার নেওয়া হয়ে গেলে, আর নিতে হবে না নেজাল ড্রপ। যাঁরা প্রথম বার বুস্টার নেবেন, তাঁরা নিতে পারেন নেজাল ভ্যাকসিন, মত চিকিৎসকদের একাংশের। কেন্দ্রীয় সরকারের CoWIN ওয়েবসাইটে নেজাল ভ্যাকসিন iNCOVACC নিতে নাম নথিভুক্ত করা যাবে।


 

প্রেক্ষাপট

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা (Novel Coronavirus)। ভয় দেখাচ্ছে, ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BF.7 (Omicron BF.7)। চিনের পরিস্থিতি দেখে সতর্ক হয়েছে ভারত (COVID Live Updates)। কোভিড চিকিৎসায় ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিনকে (Nasal VAccine), অর্থাৎ ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাকে প্রয়োগ করা হবে নেজাল ভ্যাকসিন। দু'টি টিকা হয়ে গিয়েছে যাঁদের, বুস্টার ডোজ হিসেবে তাঁরা নিতে পারবেন এই নেজাল ভ্যাকসিন। তবে ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়েছেন যাঁরা, তাঁদের নিতে হবে না (COVID Situation)।


করোনার নেজাল ভ্যাকসিনের দামও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। GST বাদে নেজাল ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে GST ও হাসপাতালের খরচ নিয়ে আনুমানিক ১ হাজার টাকা দাম পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কয়েকদিন আগেই দেশের প্রথম নেজাল ভ্যাকসিনে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে নেজাল ভ্যাকসিন। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন আঠেরো ঊর্ধ্বরা। 


এ দিকে, কলকাতা পুরসভার বহু স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না করোনার বুস্টার ডোজ। ভ্যাকসিন নিতে গিয়ে ফিরতে হচ্ছে অনেককেই। মঙ্গলবার ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। 


করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই, কেন্দ্রের নির্দেশ মতো, রাজ্যের ৪০টি হাসপাতালে গতকাল হয় মক ড্রিলও। কলকাতায় প্রস্তুতি তিন হাসপাতালে। হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের সংখ্য়া কত? হাসপাতালে কতজন কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন, এই সব তথ্য আপলোড করতে হবে কেন্দ্রের ওয়েবসাইটে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.