জয়পুর: করোনায় মৃত্যু আছে, আতঙ্ক আছে। ম্যাজিক নেই কোনও। তাই এক সময় হাজারো দর্শককে অভিভূত করা জাদুকর আজ রাজস্থানের ঘিঞ্জি গলিতে বসে সব্জি বিক্রি করছেন। ম্যাজিকের মায়াময় জগৎটা কীভাবে যেন অদৃশ্য হয়ে গিয়েছে তাঁর জাদুকাঠির ডগা থেকে।
রাজস্থানের ঢোলপুর জেলার গলিতে বসে এখন তরিতরকারি বেচেন ৩৮ বছরের রাজু মাহোর ওরফে আরজে সম্রাট জাদুগর। রাজুর বাড়ি ঢোলপুরের রাজাখেরা শহরে, বরাবর ম্যাজিক দেখিয়ে জীবনধারণ করেছেন তিনি। কিন্তু তাঁর ১৫ বছরের ম্যাজিকের কেরিয়ার কোন অদৃশ্য জাদুকরের কারসাজিতে হাওয়া হয়ে গিয়েছে পুরোপুরি। রাজু বলেছেন, তাঁর সহকারী ছিলেন ১২ জনেরও বেশি, লকডাউনে কাজ নেই, সকলে বাড়িতে। আর কোনও কাজ কখনও শেখেননি, তাই বাড়িভাড়া ও পরিবারের খরচ চালানোর জন্য বাধ্য হয়ে তাঁকে তরকারি বেচতে হচ্ছে। রাজু জানিয়েছেন, জীবনে এমন দিন তিনি দেখেননি, সরকারের কাছে তাঁর অনুরোধ, এভাবে যাঁরা সঙ্কটে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো হোক।
গত ১৫ বছরে রাজু কয়েকশো শো করেছেন রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ সব বহু রাজ্যে। গোটা দেশে ঘুরে ঘুরে মেলায় যোগ দিতেন, দিনে ৮-১০টা করে শো করতেন। তাঁর শেষ শো হয়েছে ভিন্দ আর মোরেনায়। তারপর থেকে লকডাউন, ম্যাজিকের জিনিসপত্র সব পড়ে ভিন্দে, এক সহকর্মীর কাছে। আর রাজু রয়েছেন ঢোলপুরের গলিতে, সামনে জাদুহীন কঠোর বাস্তব, তাঁর তরকারির ঝুড়িটা।
করোনা কেড়ে নিয়েছে সব জাদু, রাজস্থানের এঁদো গলিতে সব্জি বিক্রি করছেন এই ম্যাজিসিয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2020 08:15 AM (IST)
রাজু জানিয়েছেন, জীবনে এমন দিন তিনি দেখেননি, সরকারের কাছে তাঁর অনুরোধ, এভাবে যাঁরা সঙ্কটে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো হোক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -