নয়াদিল্লি: ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। তার উপর শরীরে বাসা বাঁধল করোনা। বয়স মাত্র ৩১। মঙ্গলবার নয়া দিল্লিতে একটি গাছ থেকে উদ্ধার হল ভারতীয় জওয়ানের ঝুলন্ত দেহ। নিকটবর্তী সেনা-হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি।

মহারাষ্ট্র নিবাসী ওই জওয়ান কর্মরত ছিলেন রাজস্থানের আলওয়ারে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দিল্লিতে সেনা হাসপাতালে ভর্তি হন ৫ মে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ওই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষাও হয়। সূত্রের খবর, রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন, এই ভয়েই আত্মহত্যার পথ বেছে নিলেন জম্মু-কাশ্মীরের সিআরপিএফ সাব-ইন্সপেকটর। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় কর্তব্যরত ছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম ফতে খান।

মঙ্গলবার সকালে সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর।