নয়াদিল্লি: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লক্ষ। মৃত্যুর সংখ্যা ছাড়াল ৩২ হাজার। দেশে করোনায় মৃত বেড়ে ৩২ হাজার ৬৩। কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বাড়ল সুস্থতার সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের। তার আগের ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৫৭ জনের। দেশে একদিনে আক্রান্ত ৪৮ হাজার ৬৬১। তার আগের ২৪-ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৪৮ হাজার ৯১৬ জন।
দেশে মোট আক্রান্ত ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ১৪৫ জন। তার আগের ২৪-ঘণ্টার সংখ্যা ছিল ৩২ হাজার ২২৩। দেশে মোট সংক্রমণ-মুক্ত ৮ লক্ষ ৮৫ হাজার ৫৭৭ জন।
দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন। মৃত ১২ হাজার ৫৫৬। দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৩২৩। মৃত ৩ হাজার ৭১৯।
এরমধ্যে, করোনা আবহে সুখবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪ লক্ষ ৪২ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যা একদিনের নিরিখে রেকর্ড।
সরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ১৫৩ জনের। বেসরকারি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কোভিড পরীক্ষায় দুটি ক্ষেত্রেই তৈরি হয়েছে নতুন রেকর্ড। দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।