মস্কো: করোনাভাইরাসের অনুমোদিত ওষুধ নিয়ে এল রাশিয়া। আভিফাভির নামে রেজিস্টার্ড এই অ্যান্টিভাইরাল ড্রাগ দেশের কিছু হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। রাশিয়ায় ইতিমধ্যেই সংক্রমিতের সংখ্যা ৫ লাখ টপকেছে।

দেশের আরডিআইএফ সভারেন ওয়েলথ ফান্ড জানিয়েছে, আভিফাভিরের ট্রায়ালের অর্থ জুগিয়েছে তারা, ওষুধের নির্মাণকারী সংস্থা চেমরারেও তাদের ৫০ শতাংশ শেয়ার রয়েছে।

যদিও খুব বেশি লোকের ওপর আভিফাভিরের পরীক্ষা হয়নি। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক অল্প সময়ে অল্প লোকের ওপর পরীক্ষার পরেই এই ওষুধের স্বীকৃতি দিয়েছে। এর মেডিক্যাল ট্রায়াল এখনও চলছে। করোনার এখনও কোনও টিকা বার হয়নি, বেশ কিছু ওষুধের মানবশরীরে পরীক্ষা চলছে, কোনওটারই কার্যকারিত্ব সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।  আরডিআইএফ প্রধান কিরিল ডিমিত্রিয়েভ বলেছেন, তাঁরা চান, চেমরার প্রতি মাসে ৬০,০০০ লোকের চিকিৎসার মত ওষুধ তৈরি করুক।  ১০টির বেশি দেশ আভিফাভিরের জন্য তাঁদের অনুরোধ করেছে বলেও জানিয়েছেন তিনি।  আপাতত চেষ্টা চলছে, রাশিয়ার সর্বত্র এই ওষুধ পাঠানোর, ৮০টির বেশি প্রদেশের ৭টিতে ইতিমধ্যেই আভিফাভির পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ায় এই মুহূর্তে ৫০২,৪৩৬ জন করোনা আক্রান্ত, বিশ্বের নিরিখে ব্রাজিল ও আমেরিকার পরেই। কিন্তু মৃতের হার তুলনামূলকভাবে কম, ৬,৫৩২ জনের এতে মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে বিতর্কের অবকাশ রয়েছে কারণ বহু করোনা রোগীর মৃত্যুর কারণ অন্য রোগ বলে দেখানো হয়েছে বলে অভিযোগ।