বলা হচ্ছে, ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রি সার্টিফিকেট থাকলে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তি কাজে যোগ দিতে পারবেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, এ নিয়ে আরও গবেষণা জরুরি। এখনও এমন কোনও প্রমাণ হাতে আসেনি যার ফলে বলা চলে, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদের আর কোনওদিন করোনা হবে না। ফলে স্বাস্থ্যবিধি অমান্য করে এদিক ওদিক ঘুরে বেড়ানো বন্ধ করার পরামর্শ দিয়েছে তারা, কারণ এর ফলে সংক্রমণ ছড়ানোর ষোল আনা আশঙ্কা রয়েছে।
করোনা রুখতে যে সব অ্যান্টিবডি পরীক্ষা চলছে, সেগুলিরও আরও পরীক্ষা জরুরি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।