পুণে: নোভেল করোনাভাইরাস জয় করে কাজে যোগ দিলেন স্যাসোন হাসপাতালের নার্স। তিনি ও তাঁর স্বামী দুজনেই করোনা আক্রান্ত হন।
৩৬ বছরের নার্স রানি মহাদিক ও তাঁর স্বামী অভিজিৎ দুজনেই ভাইরাসের সঙ্গে লড়াই জেতার ক্রেডিট দিলেন পরিবারকে। সেইসঙ্গে প্রতিবেশীদেরও জানালেন কৃতজ্ঞতা। করোনার জন্য তাঁদের সঙ্গে মানসিক দূরত্ব সৃষ্টি করেননি কাছের মানুষরা, জানিয়েছেন দুই করোনাজয়ী।
এই দম্পতির এক ৮ বছরের মেয়ে ও ৩ বছরের ছেলে আছে। অভিজিৎ পুণের ভোসারি ইনডাস্ট্রিয়াল ইউনিটে কর্মরত। রানিও ওই হাসপাতালে গত ৬ বছর ধরে চাকরি করছেন। আক্রান্ত হওয়ার আগে করোনা ওয়ার্ডে দায়িত্বে ছিলেন তিনি। থাকতেন হাসপাতালের স্টাফ-হস্টেলেই। সেখানেই তাঁর স্বামী দেখা করতে আসতেন মাঝে মাঝে। সেখান থেকেই তিনি সংক্রমিত হল বলে ধারণা চিকিৎসকদের।
রানি জানান, তাঁরা অসুস্থ থাকাকালীন দুটি বাচ্চাকে সামলাতে পরিবারের মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
ভয় পেয়েছিলেন? প্রশ্ন করা হলে রানি বলেন,'আমি দেখেছি, এই রোগে সুস্থ হয়ে ওঠার হার ভালই, তাই আশা হারাইনি, ইতিবাচক চিন্তা করেছিলাম।'
করোনা-পজিটিভ রিপোর্ট আসার পর স্যাসোন হাসপাতালেই ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন দম্পতি। দ্বিতীয় পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর বাড়ি ফেরেন তাঁরা। বাড়িতে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন দম্পতি।
“ ইতিবাচক মানসিকতা, সুষম ডায়েট ও অন্যান্য বেশ কয়েকটি বিষয় সেরে উঠতে সাহায্য করেছে। '', জানালেন তাঁরা।
'কোনওদিন ভাবিনি কিছু ঘটবে', করোনাভাইরাস থেকে সেরে উঠে কাজে ফিরলেন পুণের নার্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2020 01:50 PM (IST)
করোনা ওয়ার্ডে দায়িত্বে ছিলেন তিনি। থাকতেন হাসপাতালের স্টাফ-হস্টেলেই। সেখানেই তাঁর স্বামী দেখা করতে আসতেন মাঝে মাঝে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -