নয়া দিল্লি: দেশে কোভিড (Covid)-গ্রাফে স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৭৩। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৯৬৮।  এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ১০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ৩৮ হাজার ৫২৪। 


দেশে এখন নিম্নমুখীই করোনা সংক্রমণ। বেশিরভাগ রাজ্যই কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে। দেশে খুলে গিয়েছে স্কুল-কলেজ। দেশে এখন পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ। দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে এখন অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি। মহারাষ্ট্রে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা।  


এদিকে, রাজ্যে (West Bengal) করোনায় দৈনিক আক্রান্তর (Daily Corona Case) সংখ্যা ৩০০-র নিচেই। সংক্রমণ-হারও ১ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৭৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। শুধুমাত্র কলকাতাতেই ৭ জনের মৃত্যু।





রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রবিবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৩,৩৫৩ জন। আজকের হিসেব অনুযায়ী  রাজ্যে (West Bengal) করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৫৪০ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৮৬,৬৮১ জন। এদিন সুস্থতার হার ৯৮. ৬৮ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনের। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। 


অন্যদিকে, কোভিড নিয়েই বাঁচার পথে হাঁটতে চলেছে ব্রিটেন। সে দেশের সরকার ঘোষণা করেছে যে এবার 'কোভিডের সঙ্গেই বসবাস' করতে হবে ব্রিটেনবাসীকে। তাই আগামী সপ্তাহ থেকে আর কোভিড হলে আইসোলেশনের প্রয়োজন নেই, এমনই নির্দেশ দিল সরকার। 


প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে ভাইরাসের বিস্তার রোধে আনা সমস্ত আইনি বিধিনিষেধের অবসান ঘটিয়ে ব্রিটেনবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে দেশের প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতাকে সীমাবদ্ধ না করে নিজেদের রক্ষা করতে হবে। সোমবার সংসদে পরিকল্পনার বিশদ বিবরণ দেবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।