নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের জেরে স্তব্ধ গোটা বিশ্ব। বন্ধ প্রায় সব ক্রীড়া প্রতিযোগিতা। লকডাউনের সব ক্রীড়াবিদই বাড়িতে বন্দি। এই অবস্থায় রাফায়েল নাদাল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, জিয়ানলুইগি বুঁফো, লুকা মদরিচ, বিল গেটস সহ আরও কয়েকজনকে বাড়িতেই টেনিস খেলার আহ্বান জানালেন রজার ফেডেরার। তিনি নিজের বাড়িতে সাদা পোশাক ও টুপি পরে টেনিস খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিরাটদের উদ্দেশে লিখেছেন, ‘আপনাদের কাজে লাগার মতো একটি মহড়া রইল। এবার দেখি আপনারা কী করেন। ভিডিওর মাধ্যমে জবাব পাঠান। আমি কিছু পরামর্শ দেব। টুপি সামলে রাখবেন।’
২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেডেরার টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী নাদাল। বিরাট আবার বর্তমান যুগের অন্যতম সেরা ক্রিকেটার। সচিন তেন্ডুলকরের সঙ্গে ফেডারের সম্পর্ক বেশ ভাল। তাঁদের বন্ধুত্ব ক্রীড়াজগতে সুবিদিত। বিরাটের সঙ্গেও ফেডারারের সম্পর্ক ভাল।