নিউ দিল্লি : কোভিডে কত মানুষ যে নিজেদের প্রিয়জনদের হারিয়েছে তার ইয়ত্তা নেই ! বাবা-মাকে হরিয়ে অনাথ হয়েছে ছেলে-মেয়েরা, এমন উদাহরণও খুঁজলে মিলবে অনেক। এবার এইসব অনাথের পাশে দাঁড়ানোর উদ্যোগ বিজেপির। দল ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিতে এই অনাথদের কল্যাণে কর্মসূচি গ্রহণের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ৩০ মে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে সেই কর্মসূচি শুরু করা হবে।


এই মর্মে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাড্ডা চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, এই অতিমারি পরিস্থিতিতে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা হবে না। পরিবর্তে বিজেপিকে সেবার সুযোগ দেওয়ার জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। কোভিডে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই অনাথদের ভবিষ্যতের যত্ন নেওয়া এখন আমাদের দায়িত্ব। 


এইসব শিশু ও তাদের পরিবারকে সাহায্যের জন্য বড়সড় প্রকল্পের কথা শীঘ্রই মুখ্যমন্ত্রীদের জানানো হবে বলে জানান নাড্ডা। এর পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তিনি লিখেছেন, এই অনাথদের প্রয়োজন, পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও কর্মসূচির খসড়া প্রস্তুত করতে। কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে বিজেপি শাসিত রাজ্যে এই কর্মসূচি শুরু করাই লক্ষ্য।


এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ১২ জন মুখ্যমন্ত্রী রয়েছেন। প্রসঙ্গত, লকডাউনের কারণে বিভিন্ন বিধিনিষেধ এবং করোনার সার্বিক পরিস্থিতির কারণে গত বছরও মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি বিজেপি। নাড্ডা বলেছেন, একশো বছরের মধ্যে এরকম সংকটজনক পরিস্থিতি দেখেনি গোটা বিশ্ব। এই অতিমারি শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের ক্ষতি করেছে। দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে। দেশ এর বিরুদ্ধে লড়াই করছে।


উল্লেখ্য, গত এপ্রিলের পর থেকে এই প্রথম দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই  লক্ষের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের।