সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, উত্তরপাড়া: উত্তরপাড়ার একটি অক্সিজেন পার্লারে মহিলা স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পালানোর সময় একজনকে ধরে ফেলেন ক্লাব সদস্যরা। তাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা মদের বোতল।


অক্সিজেন পার্লারে দুষ্কৃতি তাণ্ডব। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ক্লাবের মধ্যে পড়ে মদের বোতল। রবিবার রাতে, হুগলির উত্তরপাড়ায় অক্সিজেন পার্লারে হানা দেয় একদল দুষ্কৃতী। করোনা পরিস্থিতিতে প্রগতি সঙ্ঘ নামে এই ক্লাবে অক্সিজেন পার্লারের ব্যবস্থা করা হয়েছে। রবিবার রাতে এখানেই কাজ করছিলেন ৫ মহিলা স্বেচ্ছাসেবক।


অভিযোগ, মত্ত অবস্থায়, মহিলা স্বেচ্ছাসেবকদের সঙ্গে অভব্য আচরণ করে ৪-৫ জন যুবক। রীতিমতো তাণ্ডব চালায় তারা। চিত্‍কার চেঁচামেচি শুনে ছুটে আসেন পাড়ার লোকজন। পালানোর সময় একজনকে ধরে ফেলেন ক্লাব সদস্যরা।পরে উত্তরপাড়া থানার পুলিশ ওই অভিযুক্তকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা মদের বোতল।


অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এরকম চলতে থাকলে অক্সিজেন পার্লার বন্ধ করে দিতে বাধ্য হবেন। স্থানীয় বাসিন্দা ও ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ক্লাবের পাশেই মুদিখানার আড়ালে বসছে মদের আসর। প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি। প্রগতি সঙ্ঘের সদস্য সুরজিত্‍ চৌধুরী বলেন, অনেক কষ্ট করে এই অক্সিজেন পার্লার চলছে। করোনার সময় মানুষকে সুরাহা দেওয়াই আমাদের উদ্দেশ্য। এখন কিছু মদ্যপের জন্য তা বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে এলাকার মানুষেরই। গত তিন মাস ধরে মদের কারবার চলছে। আমাদের যদি বলা হয় নিরাপত্তা দিতে পারবে না, তাহলে এই অক্সিজেন পার্লর বন্ধ করে দেব।


আজ, সোমবার সকালে ঘটনাস্থলে যান উত্তরপাড়া পুরসভার প্রশাসক। পুলিশের আশ্বাস, এলাকায় নিয়মিত টহল চালানো হবে।