অমৃতসর: ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে বেড়েই চলেছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিল পাঞ্জাব সরকার (Punjab Government)। করোনার দু’টি (Full COVID Vaccination) টিকা না নিয়ে থাকলে, বাড়ির বাইরে (Public Places) বেরনো যাবে না বলে এ বার নির্দেশিকা জারি করল রাজ্যের সরকার। তাতে বলা হয়েছে, যে সমস্ত প্রাপ্তবয়স্কের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, বাড়িতেই থাকতে হবে তাঁদের। বাজার, দোকান, ধর্মীয় স্থানে যেতে পারবেন না তাঁরা। যাওয়া চলবে না জনবহুল এলাকায়। গণ পরিবহণেও চাপতে পারবেন না তাঁরা।



ওমিক্রন সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মঙ্গলবার লিখিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়, ‘সবজি বাজার, শস্য বাজার, গণ পরিবহণ, পার্ক, ধর্মীয় স্থান, শপিং মল. হাট, স্থানীয় বাজার, দোকানে ভিড় জমছে। যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ কোভিড প্রতিরোধী দু’টি টিকাই পেয়ে গিয়েছেন, তাঁরাই শুধু সেখানে যেতে পারবেন। যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, তাঁদের সেখানে যাওয়ার অনুমতি নেই। বাড়িতেই থাকতে হবে।’


আরও পড়ুন: Omicron : "সম্ভবত চলতি সপ্তাহেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখবে ভারত", ওমিক্রন নিয়ে নতুন রিপোর্ট


রাজ্যের সমস্ত সরকারি, পুরসভা এবং শিক্ষা দফতরের জন্যও কড়া নির্দেশিকা জারি হয়েছে। বলা হয়েছে, কর্মীদের কারও যদি টিকাকরণ সম্পূর্ণ না হয়ে থাকে, তাঁদের অফিসে আসা চলবে না। হোটেল, পানশালা, রেস্তরাঁ, শপিং মল, সিনেমাহল, শরীরচর্চাকেন্দ্রেও শুধুমাত্র সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়া কর্মী এবং গ্রাহকেরই প্রবেশের অনুমতি রয়েছে। সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকেও শুধুমাত্র টিকাকরণ হয়ে যাওয়া কর্মীদের নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।


সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকেও শুধুমাত্র টিকাকরণ হয়ে যাওয়া কর্মীদের নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। টিকাকরণ হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য কো-উইন অ্যাপ থেকে দ্বিতীয় টিকার শংসাপত্র ডাউনলোড করে নিয়ে যেতে বলা হয়েছে কর্মীদের। স্মার্টফোন না থাকলে, কো-উইন পোর্টাল থেকে আসা টেক্সট মেসেজ দেখাতে হবে। আরোগ্য সেতুর অ্যাপ থেকেও টিকাকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে পাঞ্জাব সরকার। যে সমস্ত দফতরে কর্মীদের সম্পূর্ণ টিকাকরণ হয়নি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টিকাশিবিরের আয়োজন করতে পারে তারা।