কলকাতা: গরু পাচারকাণ্ডে তাঁকে ধরতে একসময় কালঘাম ছুটে গিয়েছিল সিবিআই-এর!! কিন্তু নাগাল পাওয়ার পরও শান্তি নেই! নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করার পর অভিযুক্ত এনামুল হককে নিয়ে সোমবার দিনভর ছোটাছুটি করতে হল কেন্দ্রীয় গোয়েন্দাদের। প্রথমে নিজাম প্যালেস থেকে বেলেঘাটা আইডি! অভিযুক্তের করোনা টেস্ট করার পরও দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলেন সিবিআই আধিকারিকরা।
গত শুক্রবার দিল্লিতে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ট্রানজিট রিমান্ড চেয়ে তাঁকে দিল্লির বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত অসুস্থ বলে দাবি করেন তাঁর আইনজীবী। যার প্রেক্ষিতে আদালত ট্রানজিট রিমান্ডের বদলে, এনামুলকে অন্তবর্তী জামিনের নির্দেশ দেয়। তবে অন্তবর্তী জামিনের মেয়াদ ছিল সোমবার বেলা ১২টা পর্যন্ত। এই সময়ের আগেই কলকাতার সিবিআই দফতর, নিজাম প্যালেসে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেইমতো এদিন তৈরি ছিলেন কলকাতার সিবিআই অফিসাররাও। সকাল পৌনে ১১টায় বিলাসবহুল গাড়িতে করে নিজাম প্যালেসে আসেন এনামুল।
এরপরই নাটকের সূত্রপাত। নিজেকে করোনা আক্রান্ত দাবি করে সাংবাদিকদের এনামুল বলেন, কাছে আসবেন না, আমার করোনা হয়েছে। নিজাম প্যালেসের বাইরে দাঁড়িয়েই সিবিআই অফিসারকে ফোন করেন এনামুল। জানান, তিনি করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখাতে বলা হয় তাঁকে। কিন্তু অভিযুক্তের সঙ্গে করোনা টেস্টের রিপোর্ট ছিল না। প্রায় ১ ঘণ্টা পর তাঁর এক আত্মীয় রিপোর্ট নিয়ে আসেন। তালতলার জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের সেই রিপোর্টে দেখা যায়, এনামুল করোনা আক্রান্ত। কিন্তু সিবিআই সূত্রে খবর, এনামুলের এই করোনা রিপোর্টকে ভরসা করতে পারেনি তারা। এরপরই অভিযুক্তের ফের করোনা টেস্টের জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে সিবিআই।সূত্রের খবর, স্বাস্থ্যদফতর থেকে এনামুলকে বেলেঘাটা আইডি-তে নিয়ে যেতে বলা হয়। এরপর নিজের বিলাসবহুল গাড়িতে এনামুল এবং অন্য গাড়িতে সিবিআই অফিসাররা বেলেঘাটা আইডিতে যান। আরটিপিআর টেস্ট হয়, করোনা টেস্ট করে ১ ঘণ্টা পর বের হন এনামুল।
গরুপাচার কাণ্ডে প্রথম থেকেই উঠে এসেছে এনামুলের নাম। জড়িয়েছে বিএসএফ কর্তা এবং অন্যান্য ব্যবসায়ীর নামও। যদিও নিজের কোনও দোষ মানতে নারাজ মূল অভিযুক্ত। করোনা টেস্টের পর এনামুলকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে কার্যত দ্বিধায় পড়ে যান সিবিআই অফিসাররা। উপরমহলের নির্দেশ না আসা পর্যন্ত বেলেঘাটা আইডির বাইরেই এক ঘণ্টা উপর দাঁড়িয়ে থাকে সিবিআই ও এনামুলের গাড়ি।