Cows Are Rajya Mata: গরুকে (Cows) 'রাজ্য মাতার' (Rajya Mata) খেতাব দেওয়া হল মহারাষ্ট্রে (Maharashtra)। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট (Assembly Election)। তার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিণ্ডের (Eknath Shinde) সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে ভোটের আগে শিণ্ডে সরকার এই বড় সিদ্ধান্ত নিঃসন্দেহে নির্বাচনেও প্রভাব ফেলবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, 'দেশি গরু আমাদের কৃষকদের জন্য আশীর্বাদ। তাই আমরা ঠিক করেছি 'রাজ্য মাতা' উপাধি দেওয়া হবে তাদের।' এর পাশাপাশি গোশালাগুলিতে দেশি গরু প্রতিপালনের ক্ষেত্রে সাহায্য করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফড়ণবীশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের কার্য্যালয় থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রিসভা দেশি গরুর প্রতিপালনের জন্য প্রতিদিন ৫০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বৈঠক হয়েছে সেখানে সভাপতিত্ব করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। যেহেতু গোশালাগুলি সেভাবে দেশি গরু প্রতিপালন করতে পারে না কারণ তাদের আয় নিতান্তই কম, তাই গোশালাগুলিকে শক্তিশালী করে তোলার জন্যই ভর্তুকির প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছ মহারাষ্ট্র সরকার। অনলাইনে চালু হবে এই প্রকল্প। মহারাষ্ট্র গোসেবা কমিশন এই প্রকল্পের তত্ত্বাবধানে থাকবে বলে জানানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্য্যালয়ের তরফে।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে প্রতিটি জেলায় একটি করে জলা গোশালা ভেরিফিকেশন কমিট থাকবে। ২০১৯ সালের ২০তম অ্যানিমাল সেনসাস সূত্রে জানা গিয়েছে, দেশি গরুর সংখ্যা ৪৬,১৩,৬৩২, যা যথেষ্টই কম। ১০তম সেনসাসের তুলনায় এই সংখ্যার হ্রাস হয়েছে প্রায় ২০.৬৯ শতাংশ। সরকারি বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন
সম্ভবত নভেম্বর মাসে হতে চলেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। বর্তমান হাউসের মেয়াদ শেষ হতে চলেছে ২৬ নভেম্বর। ২৮৮ সদস্যের এই নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।