জম্মু: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর শহরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা। নিহত এক জওয়ান ও এক সাধারণ নাগরিক। আহত আরও দুই জওয়ান।


আজ সকাল সাড়ে ৭টা নাগাদ নাকা চেকিংয়ের সময় সিআরপিএফের প্যাট্রলিং ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি।


হামলা চলাকালীন এক তিন বছরের শিশুকে ঘটনাস্থল থেকে অক্ষত উদ্ধার করে আনে জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই শিশু জঙ্গি হামলার মধ্যে পড়ে গিয়েছিল।  এক পুলিশকর্মী দ্রুত ওই শিশুকে বের করে আনে।





পরে, শিশুকে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে।  পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলায় নিহত নাগরিকের আত্মীয় ওই শিশু। পুলিশ শিশুটিকে ওই ব্যক্তির মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে।


পুলিশ জানায়, শিশুটি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তাকে কোনওমতে সান্ত্বনা দেয় তার কান্না থামায়।


এদিকে, গতকাল রাতে ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। বিলালাবাদ এলাকায় অভিযান চলাকালীন পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।


পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। হতাহতের খবর মেলেনি।