Cyclone Biparjoy Live Updates: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি

Biparjoy Cyclone Live: ঘূর্ণিঝড় বিপর্যয়ের হালহকিকতের সব দিক। নানা খুঁটিনাটি জানতে চোখ রাখুন এখানে

ABP Ananda Last Updated: 16 Jun 2023 12:12 AM

প্রেক্ষাপট

শুরু হয়েছে মহাতাণ্ডব! ভয়ঙ্কর 'বিপর্যয়'- (cyclone 'Biparjoy' ) এর আগাম সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ১৫ জুন ল্যান্ডফল হওয়ার কথা ৷ জানা গিয়েছে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইতে...More

Cyclone Biparjoy Live: প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিলেও গুজরাতে 'বিপর্যয়'-ক্ষত

গুজরাতে 'বিপর্যয়'-এ প্রচুর ক্ষয়ক্ষতি, তবে প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি।