Cyclone Biparjoy Live Updates: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি

Biparjoy Cyclone Live: ঘূর্ণিঝড় বিপর্যয়ের হালহকিকতের সব দিক। নানা খুঁটিনাটি জানতে চোখ রাখুন এখানে

ABP Ananda Last Updated: 16 Jun 2023 12:12 AM
Cyclone Biparjoy Live: প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিলেও গুজরাতে 'বিপর্যয়'-ক্ষত

গুজরাতে 'বিপর্যয়'-এ প্রচুর ক্ষয়ক্ষতি, তবে প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি। 


 





'রাজস্থান 'বিপর্যয়' সঙ্গে মোকাবিলা করার জন্য় তৈরি', বলছেন অশোক গেহলৌত

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত জানিয়েছেন, রাজস্থান 'বিপর্যয়'-এর সঙ্গে মোকাবিলা করার জন্য় তৈরি।


 





Cyclone Biparjoy Live: সাইক্লোন 'বিপর্যয়'-এর জেরে বাতিল বহু ট্রেন, ঘোরানো হল গতিপথও

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হল ৯৯টা ট্রেন। এএআই সূত্রে খবর, এছাড়াও ৩৯টি ট্রেনের রাস্তা ঘুরিয়ে ও ছোট করে দেওয়া হয়েছে, নতুনভাবে যাত্রাপথ তৈরি করা হয়েছে ৩৮টি ট্রেনের। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

Biparjoy Cyclone Live: ৯৯টি ট্রেন বাতিল করল গুজরাত সরকার

ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় ৯৯টি ট্রেন বাতিল করল গুজরাত সরকার। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত।

Biparjoy Cyclone Live: প্রস্তুত রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত

ঘূর্ণিঝড় 'বিপর্যয়' মোকাবিলা করার জন্য প্রস্তুত রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত।

Cyclone Biparjoy Live: সাইক্লোন 'বিপর্যয়' আগামীকাল দুপুরের মধ্যে পরিবর্তিত হতে পারে গভীর নিম্নচাপে

সাইক্লোন 'বিপর্যয়' আগামীকাল দুপুরের মধ্যে পরিবর্তিত হবে গভীর নিম্নচাপে। হাওয়ার গতিবেগ কমে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার, খবর এনডিআরএফ সূত্রে।

Cyclone Biparjoy Live: সাইক্লোন 'বিপর্যয়' আগামীকাল দুপুরের মধ্যে পরিবর্তিত হতে পারে গভীর নিম্নচাপে

সাইক্লোন 'বিপর্যয়' আগামীকাল দুপুরের মধ্যে পরিবর্তিত হবে গভীর নিম্নচাপে। হাওয়ার গতিবেগ কমে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটার, খবর এনডিআরএফ সূত্রে।

Cyclone Biparjoy Live: শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় পরিণত হবে নিম্নচাপে

শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় পরিণত হবে নিম্নচাপে, জানালেন NDRF-এর আইজি নরেন্দ্র সিংহ বুন্দেলা। ঝড়ের গতি কমে ঘণ্টায় ৪০ কিলোমিটারেরও নীচে থাকবে বলে পূর্বাভাস।

Biparjoy Cyclone Live: ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া গুজরাতের উপকূলীয় এলাকায়

ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া গুজরাতের উপকূলীয় এলাকায়। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।

Cyclone Biparjoy Live: 'বিপর্যয়' নিয়ে সতর্ক রাজস্থানও, গুজরাতের পরিস্থিতির দিকে নজর রাখছেন তারা

'বিপর্যয়' নিয়ে সতর্ক রাজস্থানও। গুজরাতের পরিস্থিতির দিকেও নজর রাখছেন তারা। যে কোনওরকম পরিস্থিতির জন্য রাজস্থান সরকার তৈরি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

Biparjoy Cyclone Live: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি

প্রবল হাওয়ার দাপট। গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি। যদিও এখনও কোনও হতাহতের ঘটনা নেই। 

Cyclone Biparjoy Live: ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিপথের দিকে কড়া নজর গুজরাত রাজ্য প্রশাসনের

ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিপথের দিকে কড়া নজর প্রশাসনের। গাঁধীনগরে রিভিউ মিটিং গুজরাতের মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের

Biparjoy Cyclone Live: গুজরাত উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় বিপর্যয়ের

গুজরাত উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় বিপর্যয়ের। চলবে মাঝরাত পর্যন্ত। নীচু এলাকা থেকে প্রায় ১ লক্ষ বাসিন্দাকে সরানো হয়েছে। 

Cyclone Biparjoy Live: ঘূর্ণিঝড় বিপযর্য়ের প্রভাবে মুম্বইয়ের সমুদ্রও বিক্ষুব্ধ। প্রবল জলোচ্ছ্বাস।

ঘূর্ণিঝড় বিপযর্য়ের প্রভাবে মুম্বইয়ের সমুদ্রও বিক্ষুব্ধ। প্রবল জলোচ্ছ্বাস।

Biparjoy Cyclone Live: ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনওরকম প্রাণহানি না হয় তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় পরিস্থিতির উপর কড়া নজর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনওরকম প্রাণহানি না হয় তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি।

Cyclone Biparjoy Live: জাখাউ বন্দরের কাছে আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়

জাখাউ বন্দরের কাছে আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তীব্রবেগে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ উঠেছে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

Biparjoy Cyclone Live: সন্ধে ৬টার পর ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় বিপর্যয়ের। কচ্ছ এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা

সন্ধে ৬টার পর ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় বিপর্যয়ের। কচ্ছ এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা

Cyclone Biparjoy Live: ১৬ জুন পর্যন্ত গুজরাতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে

১৬ জুন পর্যন্ত গুজরাতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে। 

Biparjoy Cyclone Live: এগোচ্ছে ঘূর্ণিঝড়, গুজরাতে শুরু তীব্র বৃষ্টিপাত, তারই সঙ্গে ঝোড়ো হাওয়া

তীব্র বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া। গুজারাতের মান্ডভিতে শুরু বৃষ্টি।

Cyclone Biparjoy Live: সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা

সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা। গুজরাতে অন্তত ১ লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 

Biparjoy Cyclone Live: ঘূর্ণিঝড়ের ভয়ে তটস্থ ভারতের গুজরাত উপকূল

ঘূর্ণিঝড়ের ভয়ে তটস্থ ভারতের পশ্চিম উপকূল। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' গুজরাতে আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।

প্রেক্ষাপট

শুরু হয়েছে মহাতাণ্ডব! ভয়ঙ্কর 'বিপর্যয়'- (cyclone 'Biparjoy' ) এর আগাম সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ১৫ জুন ল্যান্ডফল হওয়ার কথা ৷ জানা গিয়েছে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইতে পারে ঝড়। তীব্র গতিতে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে বলে খবর। এর প্রভাবে দক্ষিণাঞ্চলের রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই গুজরাত উপকূলের গ্রামগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘর-বসতি। প্রায় ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সাইক্লোন বিপর্যয় (cyclone 'Biparjoy' ) । গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচির ( Kutch & Karachi)মধ্যে স্থলে আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড়টির। ঝড়ের আগে কীভাবে উপকূল থেকে মানুষদের সরিয়ে ফেলা যায় তাই নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন।                   


কবে ল্যান্ডফল:  India Meteorological Department (IMD) গতকাল অর্থাৎ বুধবারই লাল সতর্কতা (red alert )জারি করে।  সৌরাষ্ট্রের কচ্ছ উপকূলের জাখাউ বন্দরের উপর দিয়ে ১৫ জুন এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার কথা।  আজ সন্ধ্যাতেই স্থলভাগে আছড়ে পড়ার কথা এটি। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজই জুন স্থলভাগে আঘাত হানতে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। সাইক্লোন বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে মহারাষ্ট্রে।  আগামী সোমবার থানে, রায়গড়, মুম্বই এবং পালঘর-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায়। এর প্রভাবে  ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.