Oppo Foldable Phone: সম্প্রতি ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আজ এই ফোনের বিক্রি শুরু হয়েছে দেশে। একনজরে এই ফোল্ডেবল ফোনের (Foldable Phone) দাম এবং বিভিন্ন অফার দেখে নেওয়া যাক। সেই সঙ্গে জেনে নেওয়া যাক যে কোথা থেকে এই ফোন কেনা যাবে। আজ ২২ অক্টোবর সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে।


ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম, অফার এবং কোথা থেকে কেনা যাবে


এই ফোনের দাম ৯৪,৯৯৯ টাকা। কেনা যাবে ওপ্পো স্টোর, ফ্লিপকার্ট এবং বিভিন্ন মেনলাইন রিটেল আউটলেট থেকে। ক্রিম গোল্ড এবং স্লিক ব্ল্যাক- এই দুই রঙে কেনা যাবে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন। আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করলে ১২ হাজার টাকা ক্যাশব্যাক পাবে ক্রেতারা। ওপ্পো ফোন এক্সচেঞ্জের পরিবর্তে যদি এই ফোন কেনা হয় সেক্ষেত্রে ৮০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও ২৪ মাস পর্যন্ত অর্থাৎ দু'বছরের জন্য জিরো ডাউন পেমেন্ট স্কিমের সুবিধা রয়েছে। যেদিন ফোন কিনবেন সেই দিন থেকে ৬ মাস পর্যন্ত ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট করার সুবিধা পাওয়া যাবে। ২৯ অক্টোবরের মধ্যে ফোন কিনে নিলে এই সুবিধা পাওয়া যাবে। 


ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। এছাড়াও ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.2- এর সাহায্যে।

  • এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত LTPO AMOLED ইনার স্ক্রিন। এছাড়াও রয়েছে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে যেখানে AMOLED প্যানেল লক্ষ্য করা যাবে। 

  • মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ চিপ রয়েছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোল্ডেবল ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যা Sony IMX890 সেনসর যুক্ত। এর সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে যেখানে Sony IMX581 সেনসর যুক্ত। আর রয়েছে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যা Sony IMX709 সেনসর যুক্ত। ইনার স্ক্রিনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা Sony IMX709 সেনসর যুক্ত। 

  • ডুয়াল স্পিকার রয়েছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে যেখানে Dolby Atmos সাপোর্ট রয়েছে। এই ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.৩ এবং টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখা যাবে 'লকড চ্যাট', নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে সংস্থা