নয়াদিল্লি: করোনাভাইরাস মহামারী এবং লকডাউনের ফলে ভয়াবহ আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আত্মহত্যা করলেন একই পরিবারের ৫ সদস্য। মারা গেলেন স্বামী স্ত্রী ও তাঁদের তিন সন্তান। মারা যাওয়া সর্বকনিষ্ঠের বয়স মাত্র সাত বছর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহোদ এলাকায়।
জানা গিয়েছে,আত্মঘাতী পরিবারটি বোহরা সম্প্রদায়ের। লকডাউনে দীর্ঘদিন রোজগার হচ্ছিল না সংসারে। পরিবার ডুবে যাচ্ছিল দেনার বোঝায়। এই যন্ত্রণা আর সইতে না পেরে সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বাড়ির কর্তা। একই বাড়ির সকলের আত্মহননের খবরে থমথমে গোটা এলাকা। তবে ঠিক কী কারণে গোটা পরিবার এমন চরম পরিণতির দিকে এগিয়ে গেল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একদিকে ভাইরাসের কারণে মৃত্যু, অন্যদিকে লকডাউনের জেরে চাকরি হারানোর হাহাকার। মানুষ অসহায় অবস্থায় রয়েছে। মানসিক স্থিরতা নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টিকে ভিত্তি করে গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৮ হাজার ৩৯৬ জন ভারতীয়ের মানসিক স্বাস্থ্যের উপরে একটি সমীক্ষা চালিয়েছে একটি সংস্থা। মূলত মানুষের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা জানতেই এই সমীক্ষা। দেখা গিয়েছে মুম্বইবাসীর মানসিক পরিস্থিতি এই মুহূর্তে সর্বাধিক বিপর্যস্ত।