নয়াদিল্লি: ৬টি বিরোধী দল শাসিত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গত ১৭ আগস্ট সর্বোচ্চ আদালতের পূর্বঘোষিত সূচি মেনে নিট ও জেইই (মেইনস) পরীক্ষা আয়োজনের নির্দেশ রিভিউয়ের আবেদন করেছিল ৬টি রাজ্য। কিন্তু তা আজ বাতিল করল সর্বোচ্চ আদালত। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ রাজ্য়গুলির সেই আবেদন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে।
শীর্ষ আদালত আগেই মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার আয়োজনে হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানিয়ে দেয়, জীবনে এগিয়ে চলতে হবে, অতিমারীর কারণে পড়ুয়াদের একটা বছর নষ্ট হতে দেওয়া যায় না।
পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, পঞ্জাব, রাজস্থান,মহারাষ্ট্র ও ছত্তিশগড়-এই ৬টি রাজ্যের পেশ করা নতুন রিভিউয়ের আবেদনে বলা হয়, জীবন এগিয়ে চলবে ও পড়ুয়াদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া উচিত নয়-আদালতের এই দুটি যুক্তি ইস্যুটির এক্তিয়ারমূলক ও সার্বিক বিচারবিভাগীয় স্ক্রুটিনি হতে পারে না।
৬টি রাজ্য সরকার গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে করোনাভাইরাস অতিমারীজনিত পরিস্থিতিতে নিট ও জেইই স্থগিত রাখার আবেদন করে।
প্রসঙ্গত, জেইই পূর্বঘোষণা মতো ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলছে। নিট হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।
৬টি বিরোধী দল শাসিত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, পূর্বঘোষিত সূচি মেনেই জেইই, নিট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2020 04:40 PM (IST)
শীর্ষ আদালত আগেই মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার আয়োজনে হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানিয়ে দেয়, জীবনে এগিয়ে চলতে হবে, অতিমারীর কারণে পড়ুয়াদের একটা বছর নষ্ট হতে দেওয়া যায় না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -