নয়াদিল্লি: নতুন করে নোভেল করোনাভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার মধ্যেই দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুক্রবার নতুন করে দেশে ১ হাজার ৫৯০ জনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। গত ১৪৬ দিনের মধ্যে শুক্রবারের সংক্রমণই সর্বোচ্চ (Daily COVID Cases)।


বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬০১


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতেও ১ হাজার ৫৯০ জনের নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে পরিসংখ্যান দিয়ে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬০১।  গত কয়েক দিন ধরেই লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ। তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও (Novel Coronavirus)।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ছ’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন মহারাষ্ট্রের বাসিন্দা। কর্নাটক, রাজস্থান এবং উত্তরাখণ্ডেও এক জন করে রোগীর মৃ্ত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯১০ জন।


আরও পড়ুন: Rahul Gandhi: সাংসদ পদ খারিজ হয়েছিল ইন্দিরারও, পদচ্যুতের তালিকা দীর্ঘ, নবতম সংযোজন রাহুল


কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ১.৩৩ শতাংশ। সংক্রমণের সাপ্তাহিক হার ১.২৩ শতাংশে রয়েছে। কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত গোটা দেশে ২২০.৬৫ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। ১ লক্ষ ১৯ হাজার ৫৬০টি করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ৯২.০৮ কোটি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।


এই পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়িয়েছে করোনার নয়া রূপ XBB.1.16. ওমিক্রনের বংশধর সেটি। বর্তমানে তার প্রভাবেই সংক্রমণ বেড়ে চলেছে বলে জানা গিয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত উদ্বেগজনক জায়গায় আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাবধানতার মার নেই। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।


পরিস্থিতির মোকাবিলা করতে পাঁচটি পদক্ষেপ বেঁধে দেওয়া হয়েছে


সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তাতে পরিস্থিতির মোকাবিলা করতে পাঁচটি পদক্ষেপ বেঁধে দেওয়া হয়েছে,করোনা পরীক্ষা, রোগী শনাক্তকরণ, চিকিৎসা, টিকাকরণ এবং কোভিড বিধি। নতুন করে এর পরীক্ষামূলক প্রয়োগও শুরু করার কথা বলা হয়েছে। বুধবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। খতিয়ে দেখেন প্রস্তুতি।