চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: হাতে হাতে মোবাইল। ফোরজি ইন্টারনেট, সবই রয়েছে। কিন্তু রাস্তা আজও পাকা হয়নি। একটু বৃষ্টি হলেই দুর্দশার সীমা থাকে না। তাই পাকা রাস্তার দাবিতে এ বার পথে নামলেন গঙ্গারামপুরের (Gangarampur News) মানুষ। পথ অবরোধ (Road Block) করে বিক্ষোভ দেখালেন সকলে। তাতেই ব্যস্ত সময়ে তীব্র যানজট তৈরি হল ৫১২ নম্বর জাতীয় সড়কে (National Highway)। শেষে পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল স্থানীয় প্রশাসনকে।


দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur News) গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়ার ঘটনা। রাস্তা পাকা করে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে সেখানে রাস্তায় নামেন সাধারণ মানুষ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো স্থানীয় বাসিন্দা। তাতে ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।


আরও পড়ুন: Sundarbans News: কন্টেনার সমেত লুঠ ৭৫ লক্ষের জেরক্স মেশিন, ধৃত ১, চিরুনি তল্লাশি পুলিশের


খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশবাহিনী (Gangarampur Police)। ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং সহকারী জেলাশাসক মনতোষ মণ্ডলও। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। শীঘ্রই প্রশাসনের তরফে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন সকলকে। অরোধ তুলে নিতে অনুরোধ জানানো হয় পুলিশের তরফেও। তাতেই পিছু হটেন অবরোধকারীরা। তার পর যান চলাচল শুরু হয় জাতীয় সড়কে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়পুর মোড় থেকে বিশ্বাসপাড়া রেলগেট পর্যন্ত চলাচলের সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বর্ষার সময়ে তো বটেই একটু বৃষ্টি হলেই ওই রাস্তায় পা রাখা যায় না। বার বার এ নিয়ে অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে সাড়া মেলেনি। তাতেই এ দিন পথ অবরোধ করে নিজেদের দাবি প্রশাসনের কানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।