নয়াদিল্লি: আগামী মাসে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে একদিনের সিরিজ, তারপর টি-২০ সিরিজ খেলবে দু’দল। করোনা পরিস্থিতিতে একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে আমদাবাদে এবং টি-২০ সিরিজের তিনটি ম্যাচ হবে কলকাতায়। একদিনের সিরিজ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি থেকে।
এখন দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। প্রায় আড়াই বছর পর একদিনের আন্তর্জাতিক সিরিজের দলে ফিরলেন পেসার কেমার রোচ। এছাড়া দলে ফেরানো হয়েছে এনক্রুমা বোনার ও ব্র্যান্ডন কিংকে।
দল ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস জানিয়েছেন, ‘কেমার রোচ আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলার। আমাদের মনে হয়, শুরুতেই উইকেট নিতে পারে এমন বোলার দরকার। কেমারের ইকনমি রেট ৫। ওর মতো বোলারকে আমাদের দলে প্রয়োজন। আমরা চাই দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা হোক। আমরা এমন জায়গায় পৌঁছে যেতে চাই, যেখানে দলে সুযোগ পাওয়ার জন্য অনেক ক্রিকেটারের মধ্যে লড়াই হবে। আমরা চাই অনেক ভাল ক্রিকেটার থাকুক, যাদের মধ্যে থেকে আমরা দল বাছাই করতে পারব। আমরা যে দল বেছে নিয়েছি, সেটা খুবই ভাল। ভারতে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আমরা এই সফরকে দেখছি।’
কেমার রোচ শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯-এর অগাস্টে। পোর্ট অফ স্পেনে সেই ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধেই। তিনি এখনও পর্যন্ত ৯২টি একদিনের ম্যাচ খেলেছেন। সম্প্রতি একদিনের ম্যাচ না খেললেও, নিয়মিত টেস্ট ম্যাচ খেলছেন এই পেসার। ফলে ছন্দে আছেন তিনি।
একদিনের সিরিজের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল- কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমা বোনার, ড্যারেন ব্র্যাভো, শামারা ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোশেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেডেন ওয়ালশ জুনিয়র।