মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর বলিউডে ফের পুরোদমে চলছে স্বজনপোষণ বিতর্ক। অনেকেই বলছেন,সুশান্তের সঙ্কটের মুহূর্তে তাঁর পাশে দাঁড়ায়নি বলিউড। একের পর এক ছবি হাত থেকে বেরিয়ে যাওয়া, বাড়তে থাকা মানসিক চাপ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাঁকে। যদিও বলিউডের একাংশ এই দাবি মানতে রাজি নয়। তাদের বক্তব্য, সুশান্তের হাতে ছবি ছিল, আর্থিক সঙ্কটের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে যে প্রচার চলছে তা সত্যি নাও হতে পারে।
প্রবীণ অভিনেতা দলীপ তাহিল বলেছেন, বলিউডে বক্স অফিসই শেষ কথা বলে। সুশান্ত নির্ভরযোগ্য অভিনেতা ছিলেন, তাঁর ছবি ভাল চলত। আর যাঁর ছবির টিকিট বিক্রি হয়, তাঁকে বাদ দেওয়া যায় না। তাঁর মতে, কেরিয়ার সংক্রান্ত সমস্যাই সুশান্তের মৃত্যুর একমাত্র কারণ নাও হতে পারে, পেশাদারি বিষয় সহ বহু কিছু কাজ করেছে এর পিছনে।
সুশান্তকে বলিউড থেকে বয়কট করা হয় বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে দলীপ বলেছেন, প্রযোজকদের সঙ্গে কখনও কখও মতবিরোধ হয়, চুক্তি বাতিল হয়ে পড়ে। কিন্তু যে অভিনেতা বিক্রয়যোগ্য, সিনেমা হলে যাঁর দর্শক রয়েছে, তিনি কখনও কর্মহীন হয়ে পড়তে পারেন না।
১৪ তারিখ বান্দ্রার বাড়িতে সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়। শোনা যাচ্ছে, ডিপ্রেশনের জেরে আত্মহত্যা করেছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৪।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
সুশান্ত নির্ভরযোগ্য অভিনেতা ছিলেন, কেরিয়ারই আত্মহত্যার একমাত্র কারণ নয়, বললেন দলীপ তাহিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2020 11:26 AM (IST)
সুশান্তকে বলিউড থেকে বয়কট করা হয় বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে দলীপ বলেছেন, প্রযোজকদের সঙ্গে কখনও কখও মতবিরোধ হয়, চুক্তি বাতিল হয়ে পড়ে। কিন্তু যে অভিনেতা বিক্রয়যোগ্য, সিনেমা হলে যাঁর দর্শক রয়েছে, তিনি কখনও কর্মহীন হয়ে পড়তে পারেন না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -