বেঙ্গালুরু: তাবড় সব যুদ্ধবিমানের ওড়াউড়ি বেঙ্গালুরুর (Benagluru) আকাশে। তার মাঝে হঠাৎই নীল আসমান জুড়ে 'হৃদয় চিহ্ন' (Heart Formation)! দর্শকাসনে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ সকলেরই চোখ ধাঁধিয়ে গেল কিছুক্ষণের জন্য। অল্প পরেই প্রশংসার আভা চোখেমুখে। 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'-র (Aero India 2023) প্রদর্শনী উপলক্ষ্যে আকাশজুড়ে 'হৃদয়ছবি' এঁকে 'ট্রিবিউট' দিল যুদ্ধবিমান (Fighter Jets)। কমেন্টেটর অবশ্য় এটিকে 'কিউপিডের প্রতীক' হিসেবে সম্প্রচার করছেন। মাসটা ফেব্রুয়ারি ভোলার উপায় কোথায়? এমনই সব চোখজুড়ানো ফর্মেশন দিয়ে শুরু হয়ে গেল 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'।


প্রদর্শনী সম্পর্কে...
এটি এই প্রদর্শনীর ১৪তম সংস্করণ। দেশীয় প্রযুক্তি ও পদ্ধতিতে তৈরি বিভিন্ন যান্ত্রিক অনুষঙ্গের প্রদর্শনী হবে এতে। মূলত বিদেশি বিনিয়োগ ও অংশীদারিত্ব টানতেই এই উদ্যোগ। এদিন 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর ফলে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে। এ ব্যাপারে ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত 'তেজস' যুদ্ধবিমানের প্রশস্তি শোনা যায় তাঁর মুখে। আর কী বিশেষত্ব এই প্রদর্শনীর?



  • এয়ারোস্পেস ও ডিফেন্স সংস্থাগুলির বড় ট্রেড ফেয়ার এটি। 

  • ৯৮টি দেশের ৮০৯টি এমন সংস্থা এবার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। 

  • এবারের প্রদর্শনীর থিম 'দ্য রানওয়ে ট্যু আ বিলিয়ন অপারচুনিটিজ'

  • মূলত সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হলেও এখানে এ দেশের অভ্য়ন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় যে জোয়ার এসেছে তা তুলে ধরারও চেষ্টা করা হবে।

  • বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি শক্তপোক্ত করারও চেষ্টা হবে এই প্রদর্শনী থেকে।

  • ভারত ও বিদেশি প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্য়ে ৭৫ হাজার কোটি টাকা মূল্যের অন্তত ২৫১টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

  • এয়ারবাস এসই এবং বোয়িং সিও থেকে ৫০০টি জেট কেনার যে কথা শোনা যাচ্ছিল, সেটিও সম্ভবত ঘোষণা করতে পারে এয়ার ইন্ডিয়া। 


কী হল? 
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্টের সময় যখন 'গুরুকূল ফর্মেশন' হচ্ছিল, তখন তার পুরোভাগে ছিলেন ভারতের বায়ুসেনা প্রধান, চিফ মার্শাল ভি আর চৌধরী। মার্কিন চার্জ দি'অ্যাফেয়ার্স এলিজাবেথ জোনস-ও এদিনের এই অনুষ্ঠানে আসেন। তাঁর সঙ্গে ছিল এক বিরাট প্রতিনিধিদল। রেকর্ড মানলে, এত বড় মার্কিন প্রতিনিধিদল আগে কখনও এই প্রদর্শনীতে আসেননি। প্রসঙ্গত, মার্কিন বায়ুসেনার অন্যতম প্রধান যুদ্ধবিমান, F-16 Fighting Falcon প্রতিদিন এখানে কসরত দেখাবে। তাছাড়া মার্কিন নৌবাহিনীর F/A-18E ও F/A-18F Super Hornet-ও প্রদর্শনীতে থাকছে। তবে এই দুটিকে কোনও কেরামতি করতে দেখা যাবে না। সব মিলিয়ে বেঙ্গালুরুর আকাশ এখন রীতিমতো ব্য়স্ত। এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো নিয়ে তুঙ্গে মাতামাতি।


আরও পড়ুন:মৃত মায়ের দেহ পড়ে ঘরে, 'নির্বিকার মেয়ে', দুর্ঘন্ধে ঘটনা প্রকাশ্যে