নয়াদিল্লি: মিডডে মিল নিয়ে ফের একবার শিরোনামে উত্তরপ্রদেশ। দিন কয়েক আগেই মিডডে মিলের জন্য বরাদ্দ দুধে জল মেশানোর ভিডিও ভাইরাল হয়েছিল। শোনভদ্রের এক সরকারি স্কুলে ৮১টি শিশুর খাবারে জল মেশানো দুধ দেওয়ার ঘটনায় সাসপেন্ড হয়েছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। এবার মিডডে মিল নিয়ে শিরোনামে এল মুজাফ্ফরনগর। খাবারে পাওয়া গেল মরা ইঁদুর। সেই খাবার শিক্ষক সহ পড়ুয়ারা খেয়েছে কিনা, তা এখনও পরিষ্কার না হলেও ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৯ জন। একজন শিক্ষক সহ ৮ পড়ুয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন খোদ অতিরিক্ত জেলা শাসক।
পিটিআই সূত্রের খবর, খাবার খাওয়ার সময় একজনের থালায় পাওয়া যায় মরা ইঁদুর। তবে ওই সময় সেই খাবার কেউ না খেলেও অসুস্থ বোধ করার কারণে ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক অমিত কুমার সিংহ। জনকল্যাণ সমিতি নামের যে স্বেচ্ছাসেবী সংস্থা স্কুলে মিডডে মিল সরবরাহ করে, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অপরাধ প্রমাণিত হল উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক অমিত কুমার সিংহ। এই ঘটনায় মিডডে মিল সরবরাহকারির বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে।