নয়া দিল্লি: আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ থাকছে ৩১ অগাস্টই। এর আগেই ৩১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স।
আয়কর রিটার্ন ফাইল করার সময় বাড়ানোর একটি সম্ভাবনার কথা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি অর্ডারের কপিও ছড়িয়েছিল। ফলে শেষদিন নিয়ে ধন্দে ছিলেন অনেকেই। কিন্তু ৩১ অগাস্টের মধ্যেই যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, একটি ট্যুইটে তা স্পষ্ট করল সিবিডিটি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানো নিয়ে যে অর্ডারের ছবিটি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছিল, তাও ‘আসল নয়’ বলে জানানো হয়েছে।
আয়কর বিভাগের পক্ষ থেকে ওই অর্ডারটির একটি ফটোকপিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তার উপর একটি লাল ক্রস চিহ্ন ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 
আয়কর বিভাগ সোশ্যাল সাইটে উল্লেখ করেছে, এর আগেই সরকার আয়কর রিটার্ন ফাইল করার দিন এক মাস বাড়িয়েছিল। আর সময়সীমা বাড়ানো হচ্ছে না। এই ট্যুইটার হ্যান্ডেলটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের অফসিয়াল অ্যাকাউন্ট।
২৯ অগাস্ট থেকে সোশ্যাল সাইটে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর ‘নকল’ অর্ডারটি ঘুরপাক খাচ্ছিল। তারপরই তা ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যানয সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।