কিংস্টন: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রি-ম্যাচ অ্যানালাইসিস অনুষ্ঠান চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। মাঠ ছেড়ে চলে যেতে হয় তাঁকে। তবে স্বস্তির খবর, মধ্যাহ্নভোজ পরবর্তী পর্বে ধারাভাষ্য দিতে ফিরে আসেন এই কিংবদন্তী ক্রিকেটার।
সিরিজের অফিসিয়াল সম্প্রচার সংস্থার হয়ে প্রি ও পোস্ট ম্যাচ অ্যানালাইসিস সহ ধারাভাষ্য দিচ্ছেন ৬৭ বছরের ভিভ। দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনুষ্ঠান চলাকালে অস্বস্তি বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে স্ট্রেচার আনা হয়। তবে দুই ভলান্টিয়ারের সাহায্যে মাঠের বাইরে বেরিয়ে যান।
জানা গেছে, অত্যধিক আর্দ্রতার জন্য ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মধ্যাহ্নভোজের পর তিনি ধারাভাষ্যকারদের দলে যোগ দেন। তিনি বলেন, সমস্ত অনুরাগীদের জানাচ্ছি যে, আসি সুস্থ হয়ে উঠেছি। আমি ঠিক আছি এবং ধারাভাষ্য দিতে ফিরে এসেছি।
ম্যাচের আগে অসুস্থ ভিভ রিচার্ডস, সুস্থ হয়ে মধ্যাহ্নভোজের পর ফিরলেন ধারাভাষ্য দিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2019 12:03 AM (IST)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রি-ম্যাচ অ্যানালাইসিস অনুষ্ঠান চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। মাঠ ছেড়ে চলে যেতে হয় তাঁকে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -