নয়াদিল্লি: মাত্র আট বছর বয়স তার। ইতিমধ্যেই পরিবেশবিদরা তাঁকে এক ডাকে চেনে। জলবায়ু ও পরিবেশের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে মণিপুরের ছোট্ট মেয়ে লিসিপ্রিয়া কানগুজাম। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ভারত সরকার দ্বারা আয়োজিত #SheInspiresUs ক্যাম্পেনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল লিসিপ্রিয়াকে। কিন্তু সেই নিমন্ত্রণ সযত্নে ফিরিয়ে দিয়েছে সে।
প্রধানমন্ত্রীকে ট্যুইট করে, সেই কথা জানিয়েও দিয়েছে ৮ বছরের মেয়ে।
সে লিখেছে, ‘আমাকে নিয়ে উদযাপন করার দরকার নেই, যখন আপনি আমাদের কথাই শুনতে রাজি নন।‘


ঠিক কী পরিপ্রেক্ষীতে তার এই বক্তব্য, তা অবশ্য খুলে বলেনি লিসিপ্রিয়া। কিন্তু সে যে মোদির নিমন্ত্রণে সাড়া দিচ্ছে না, সেটুকুই ষ্পষ্ট করেছে ট্যুইট বার্তায়।
সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলেই লিসিপ্রিয়া জানিয়েছে, তার বয়স মাত্র ৮ বছর ৪ মাস ১ দিন। এর মধ্যেই সে ৫১ হাজার গাছ বসিয়ে ফেলেছে।


প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত পুরষ্কারও পেয়েছে লিসিপ্রিয়া।