রণজিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বলাগড়ে নাবালিকা খুন-ধর্ষণে দুই দোষীর ফাঁসির সাজা ঘোষণার পরদিনই সোনারপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় ২ যুবককে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। ২০০৭ সালে জলাশয় থেকে উদ্ধার হয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর দেহ। তবে এই ঘটনায় এক নাবালক ছাড়া পেয়েছে।
২০০৭ সালে সোনারপুরের বনহুগলিতে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে। জলাশয় থেকে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই গ্রেফতার করা হয় সাবির আলি লস্কর ও পালান লস্কর নামে দুই যুবককে। ধরা পড়ে এক নাবালকও।
বারুইপুরের অতিরিক্ত জেলা ও দায়রা ফাস্ট ট্র্যাক আদালতে শুরু হয় মামলা। জুভেইনাল হোমে কয়েক বছর থাকার পর অবশ্য ছাড়া পেয়ে যায় নাবালক অভিযুক্ত।
সোমবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের শোনানো হয় ফাঁসির সাজা।
১৩ বছর পর অবশেষে বিচার পেয়ে খুশি নির্যাতিতার পরিবার। আইনজীবীরা বারুইপুর আদালতে এক দিনে জোড়া ফাঁসির সাজা বেনজির বলে মনে করছেন।
সোনারপুরে নাবালিকা খুন, ২ অপরাধীকে ফাঁসির সাজা দিল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2020 07:57 PM (IST)
ঘটনার পরই গ্রেফতার করা হয় সাবির আলি লস্কর ও পালান লস্কর নামে দুই যুবককে। ধরা পড়ে এক নাবালকও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -