নয়াদিল্লি:  ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেতে পারে ভারত বায়োটেকের Covaxin। এমনই জানিয়েছেন, World Health Organisation (WHO)-এর আধিকারিক মার্গারেট হ্যারিস। 'হু'-এর এই অফিশিয়াল বলেছেন, আপৎকালীন ব্যবহারের Emergency Use Listing (EUL)  জন্যই এই কোভিড ভ্যাকসিনের নাম সুপারিশ করতে পারে সংস্থা।



বিস্তারিত আসছে....