নয়াদিল্লি: মধ্যপ্রদেশের পর এবার দিল্লি। কোভিডের ভয়াবহতায় অনাথ শিশুদের জন্য শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার কথা ঘোষণা করল কেজরিওয়াল সরকার। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কোভিডে যে সব শিশুরা তাঁদের বাবা-মাকে হারিয়েছে, প্রতিমাসে তাঁদের ২৫০০ টাকা দেবে রাজ্য সরকার। যতদিন না ২৫ বছর বয়স হচ্ছে ততদিন এই অনুদান মিলবে বলেই জানানো হয়েছে। এ দিন অরবিন্দ কেজরিওয়াল আরও জানিয়েছেন, রাজ্যের সমস্ত  অনাথ শিশুর জন্য বিনামূল্যে শিক্ষার ব্য়বস্থা করছে সরকার। 


মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফ্রি রেশনের কথাও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানান, চলতি মাসে রাজ্যের প্রায় ৭২ লক্ষ গরীব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি রেশন দেওয়া হবে। এ ক্ষেত্রে অর্ধেক খরচ বহন করবে আম আদমি পার্টির সরকার। অর্ধেক খচন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে হবে। তবে গরীব এবং কম রোজগেরে পরিবারকেও বিনামূল্যে রেশন দেওয়া হবে বলেই জানিয়েছেন কেজরিওয়াল সরকার। 


কেজরিওয়াল আরও জানিয়েছেন, যে সব পরিবার তাঁদের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছেন, সেই পরিবারগুলোকেও মাসে ২,৫০০ টাকা দেওয়া হবে। উল্লেখ্য এৎ আগে পরিবার পিছু ৫০,০০০ টাকা ঘোষণা করেছিল সরকার। 


একটি বিবৃতিতে মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান "আমরা আপনার কষ্ট বুঝি, যাঁরা চলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে পারব না। তবে নিজেদের সামর্থ অনুযায়ী আমরা আপনাদের কিছুটা আর্থিক সাহায্য করতে পারি। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ কার্যত তোলপাড় করে দেয় দিল্লি। টানা বেশ কিছুদিন ধরেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। তবে দীর্ঘ লকডাউনে খানিকটা বাগে এসেছে সংক্রমণ। 


এর আগে মধ্যপ্রদেশ সরকারও বাবা-মা হারা শিশুদের জন্য পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেয়। পাশাপাশি করোনা বিধ্বস্ত পরিবারগুলোকে ৫০০০ টাকার পেনশনও ঘোষণা মধ্য়প্রদেশ সরকার।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'করোনা বহু পরিবারকে ভেঙে দিয়েছে। অনেকের ক্ষেত্রেই পরিবারের উপার্জন সদস্যকে কেড়ে নিয়েছে করোনা। এমনকী বয়স্ক মানুষরাও একা পড়ে রয়েছেন, তাঁদের দেখার মতোও কেউ নেই। কোথাও আবার শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে। সব দিক বিচার করে এই পরিবারগুলোকে প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যাতে কারও সাহায্য ছাড়াই তাঁরা  বাঁচতে পারে।'


শিবরাজ চৌহান আরও জানিয়েছিলেন, যে সমস্ত শিশুরা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে তাঁদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি এই সব ক্ষতিগ্রস্ত পরিবার বিনামূল্যের রেশনের আওতায় না থাকলেও তাঁদের বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।