রবিবারের ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় জেএনইউয়ে সভার আয়োজন করে পড়ুয়ারা। সেখানে সেখানকার ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমার সহ অনেকে ভাষণ দেন। সেখানেই হাজির হন দীপিকা। এজন্য তাঁকে তোপ দেগে বিজেপি নেতা বাগ্গা বলেন, টুকড়ে টুকড়ে গ্যাং ও আফজল গ্যাংকে সমর্থন করছেন তিনি। তাঁর সব ছবি বয়কট করা হোক।
বলিউডের একাধিক শিল্পী-কলাকুশলী ইতিমধ্যে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের কঠোর নিন্দা করে বিবৃতি দিয়েছেন।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জেএনইউয়ের হামলার জন্য বিজেপির যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দাবি করেন, বিজেপির কোনও কর্মী বা নেতা হিংসায় প্ররোচনা দিতে পারেন না, হামলার পিছনে কংগ্রেস, আমআদমি পার্টির (আপ) হাত থাকার অভিযোগ করেন তিনি। বলেন, বিজেপি আইনশৃঙ্খলায় বিশ্বাস করে। দলের কোনও নেতা, কর্মী এমন হামলা বা কাউকে উসকানি দেওয়ার কথা ভাবতেই পারেন না। এটা কংগ্রেস, কমিউনিস্ট, অরবিন্দ কেজরিবালের কারসাজি।
নিত্যানন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জেএনইউয়ে হামলা বিরোধী দলগুলির চক্রান্তের অংশ। আমি ওদের বলতে চাই, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যত্ এবং সেজন্য কংগ্রেস, কেজরিবালের মতো লোকজনকে ছাত্রদের বিপথে পরিচালিত না করার আবেদন করব।
আজ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে শান্তি মিছিল বের করেন নিত্যানন্দ ও বিজেপি নেতা বিজয় গোয়েল।