নয়াদিল্লি: সেকেন্ডারি বোর্ড অব এডুকেশন-এ পঠনরত দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর আনল দিল্লির সরকার। অরবিন্দ কেজরীবালের সরকার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যে টাকা পরীক্ষার্থীদের দিতে হয়, এবার থেকে তা মিটিয়ে দেবে সরকারই। বোর্ডের পরীক্ষার ফি দ্বিগুণ হওয়ার পরই এই ছাত্রবান্ধব সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এতে সরকারি কোষাগার থেকে খরচ হবে ৫৭ কোটি টাকা। উপকৃত হবে ৩ লাখ ১৪ হাজার পড়ুয়া।


প্রসঙ্গত, গত মাসেই বোর্ড তাদের পরীক্ষার ফি দ্বিগুণ করার কথা ঘোষণা করে। সাধারণ ছাত্রছাত্রীরা এতদিন পরীক্ষা বাবদ ৭৫০ টাকা জমা করত। তবে ফি বেড়ে যাওয়ায় পড়ুয়াদের দিতে হবে ১৫০০ টাকা। আদিবাসী শিক্ষার্থীদের ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি বাড়ে। আগে দিতে হত ৩৭৫ টাকা। এবার ফি বাড়িয়ে ১২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। পড়ুয়াদের কাঁধ থেকে এই বাড়তি বোঝা নামাতেই সরকার সিদ্ধান্ত নেয়, তারাই এই পরীক্ষা বাবদ ফি-এর টাকা মিটিয়ে দেবে। সরকারই সরাসরি বোর্ডকে ফি মিটিয়ে দেবে। সরকারি স্কুল এবং সরকারি সাহায্য নিয়ে চলা স্কুলগুলোর পড়ুয়ারাই এই সরকারি সহায়তা পাবে।