Delhi CM Rekha Gupta: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা। মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন হামলার চেষ্টা। অভিযুক্তর হাতে কিছু নথিপত্র ছিল, দাবি দিল্লি পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সিভিল লাইন্স থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে চলছে জেরা। অভিযুক্ত কি একাই ছিল, নাকি সঙ্গী ছিল অন্য কেউ? জন শুনানিতে হাজির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার কড়া সমালোচনা বিজেপির। মুখ্যমন্ত্রীই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন? প্রশ্ন কংগ্রেসের।
জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে এই হামলার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, বছর ৩০- এর এক ব্যক্তি আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে জন শুনানির অনুষ্ঠান চলাকালীন, তাঁর উপর হামলা চালায়। রেখা গুপ্তার নিরাপত্তারক্ষী প্রায় সঙ্গে সঙ্গেই হামলাকারীকে পাকড়াও করে। সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতে, আর পাঁচজনের সঙ্গে ওই ব্যক্তিও দাবি করেছেন, তিনিও অভিযোগ জানাতেই এসেছিলেন। আপাতত এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কে বা কারা এই ঝামেলার সঙ্গে যুক্ত, কেন এ হেন ঘটনা ঘটানো হল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই ঘটনার পর দ্রুত দিল্লি মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত দিল্লি পুলিশ পৌঁছয় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। ওই এলাকা নিরাপদ করা হয় তড়িঘড়ি। প্রতি সপ্তাহেই নিজের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জন শুনানি নামের এই বৈঠক করেন। সেখানে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি। বুধবার সকালে এই মিটিংয়েই ঘটে গিয়েছে এমন অপ্রীতিকর ঘটনা। বর্ষীয়ান বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, চুলের মুঠি টেনে রেখা গুপ্তাকে সপাটে চড় কষিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা জানতে পুলিশের খতিয়ে তদন্ত করা উচিত বলেও জানিয়েছেন ওই বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি এও বলেছেন, এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনুমান করা হচ্ছে।