নয়াদিল্লি: জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন মিলেছে। ১ লক্ষ টাকার বন্ডের মাধ্যমে জামিন, খবর ani সূত্রে


 






এদিন কেজরিওয়ালের আইনজীবী সওয়াল করেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। সূত্রের খবর, আগামীকালের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। 


এই জামিনের বিরোধিতা করেছিল ইডি। আদালতের কাছে জামিন বন্ডে সই করার আগে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি আদালত।                 


২১ মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrest)। ২০২১-২২ এর ওই আবগারি আইন পরে রদ করে দেওয়া হয়েছিল। 


এর আগে একবার জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ১০ মে সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তবর্তী জামিন দিয়েছিল। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জামিন দেওয়া হয়েছিল, তবে ২ জুন আত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, দিল্লি সেক্রেটারিয়েট এবং মুখ্যমন্ত্রীর দফতরে না যেতে।   


তার আগে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করেছিল। গ্রেফতারির বিষয়টিকে লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক আক্রমণ করে দাবি করা হয়েছিল কেজরিওয়ালের শিবিরের তরফে। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিল ওই আদালত।


এর আগে এই মামলায় একাধিক আপ নেতা গ্রেফতার হয়েছেন, যাঁদের মধ্যে মণীশ শিশোদিয়া, সত্যেন্দ্র জৈন রয়েছেন। গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ, পরে তিনি জামিন পান। আপ-এর (AAP Allegation on BJP) অভিযোগ, শুধুমাত্র বিজেপি বিরোধিতা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং আপ-এর অন্য নেতাদের হেনস্থা করা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:  NEET-'দুর্নীতি'! বাতিল UGC-NET! 'বড় আশ্বাস' কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর