নয়াদিল্লি: ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কেজরিওয়াল। জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই বন্দি থাকতে হবে কেজরিওয়ালকে।
দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই ২১ মার্চ গ্রেফতার করে ED।নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব হয় আম আদমি পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্য়মন্ত্রীকে আবগারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করে ED। আর এই সওয়ালের ভিত্তিতেই, দিল্লির মুখ্য়মন্ত্রীকে ইডি হেফাজতে পাঠায় আদালতও।
২০২১ সালের ১৭ নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবগারি নীতি আনে। যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফি-তে ছাড় মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি, করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল, নতুন আবগারি নীতিতে মদ বিক্রির গোটা ব্য়বস্থার আধুনিকীকরণ হবে। কিন্তু অভিযোগ, আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্য়বসায়ীকে সুবিধা পাইয়ে দিতে। যারা পরিচিত 'সাউথ গ্রুপ' হিসেবে।
আরও পড়ুন, পুলিশের পিস্তল TMC কর্মীর হাতে! সেলফি তুলে নিজেই করলেন সোশাল মিডিয়ায় আপলোড
কেজরিওয়াল সরকার দাবি করেছিল, এই আবগারি নীতিতে তাদের আয় বাড়বে। আদালতে ইডি দাবি করে, এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের।'সাউথ গ্রুপ'-এর কয়েকজন ব্য়বসায়ীর কাছে তাঁরা ১০০ কোটি টাকা অবধি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে, ইডি দাবি করে,'সাউথ গ্রুপ' এবং অন্য় অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী। পাশাপাশি আদালতে দাঁড়িয়ে ইডি এই দাবিও করে ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা, আম আদমি পার্টি ব্য়বহার করেছিল, ২০২২ সালে গোয়ার ভোটপ্রচারে।এরপর আদালতে ED দাবি করে, আবগারি দুর্নীতিতে তছরুপের অঙ্কটা ৬০০ কোটিরও বেশি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।