শিয়ালদায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে ধুন্ধুমার, পুলিশি বাধা, ছত্রভঙ্গ মিছিল
Web Desk, ABP Ananda | 04 Dec 2019 01:58 PM (IST)
শিয়ালদায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে অশান্তি। অনুমতি ছাড়াই মিছিল করার অভিযোগে পুলিশি বাধা।
কলকাতা: গার্ডেনরিচে আরএসএস কর্মীর ওপর হামলার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। অনুমতি না থাকায়, বাধা দিল পুলিশ। দফায় দফায় অশান্তি। ধর্মতলায় অবরোধের চেষ্টা। লাঠিচার্জ পুলিশের। হিন্দু জাগরণ মঞ্চের বহু সদস্য গ্রেফতার। - অনুমতি ছাড়াই মিছিল করার অভিযোগে পুলিশি বাধা। এরপর মিছিল নিয়ে এনআরএসের সামনে চলে আসেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সেখানে কম সংখ্যক পুলিশ ছিল। তাঁদের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যায় মৌলালির দিকে। - পুলিশের লাঠিচার্জ - সমর্থকদের খুঁজতে অলিতেগলিতে পুলিশ - এসএন ব্যানার্জি রোড সংলগ্ন এলাকায় পুলিশি তল্লাশি - হিন্দু জাগরন মঞ্চের সমর্থকদের বক্তব্য, তারা অনুমতি চেয়েও পাননি। অতীতে অনুমতি সহ মিছিলও আটকানো হয়েছিল। - শিয়ালদহ স্টেশন থেকে ৬৫ জনকে আটক - শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হঠাত করে এনআরএস মেডিক্যাল কলেজের সামনে থেকেই শুরু হয়। - সেখানে পুলিশের প্রস্তুতি ছিল না। তাই অল্প সংখ্যক পুলিশকে সরিয়েই মিছিল এগোতে শুরু করে। - আপাতত ছত্রভঙ্গ মিছিল। - বিজেপি নেতা অনুপম হাজরার দাবি, প্রয়োজনীয় অনুমতি ছিল। - অনুপম হাজরাকে গ্রেফতার করতে গেলে অশান্তি, অনুপমের রক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি