নয়া দিল্লি: এবার দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। দিল্লিতে পদ্ম-ঝড়ে কার্যত সাফ আপ। গতবারের তুলনায় কয়েক গুণ আসন বাড়িয়েই জয় বিজেপির। আপের আসন কমে প্রায় তিনভাগের একভাগ। আর এর পরই সরকারি অফিসারদের কাছে পৌঁছল চিঠি। 

দিল্লিতে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সচিবালয়ে পৌঁছতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সচিবালয়ে পৌঁছন, আধিকারিকদের কাছে এই মর্মে গেল চিঠি। সরকারি নথি ও ডেটা সুরক্ষিত রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ। দিল্লি সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। সেখানে বলা হচ্ছে,  এর অনুমতি ছাড়াই হয়তো তথ্য/নথি এবং কম্পিউটার হার্ডওয়ার দিল্লির সচিবালয় কমপ্লেক্সের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এর যুগ্ম সচিবের তরফে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে