নয়াদিল্লি: মদের ব্যবসা থেকে সরছে দিল্লি সরকার (Delhi Government)। মঙ্গলবার 'রাজ্য-চালিত' ৬০০ মদের দোকান বন্ধ করা হয়েছে। রাজধানীর নতুন আবগারি নীতি (Excise Policy) অনুসারে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার। দিল্লি সরকারের পরিবর্তে বেসরকারি হাতে দেওয়া হচ্ছে এই দোকানগুলি।  এমনই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।


Delhi On liquor business: পিটিআইকে দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম রাজ্যচালিত মদের দোকানগুলি বন্ধ করে দেওয়া হল। যা আগামী দিনে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। তবে হঠাৎ এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি অরবিন্দ কেজরিওয়ালের সরকার। চলতি বছরের জুলাইতেই দিল্লির নতুন আবগারি নীতি প্রকাশ্যে আনা হয়। যেখানে সরকার জানায়, শপিং মলের মতো দোকানে ঢুকে মদ কেনার ব্যবস্থা হচ্ছে দিল্লিতে। 


সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ৩২টি জায়গায় এই ধরনের বেসরকারি দোকান থাকবে।যেখানে দোকানে ঢুকে নিজের পছন্দের লিকার নিতে পারবেন ক্রেতারা। আগে গ্রিলের দোকানের মধ্যে হাত বাড়িয়ে চলত মদ কেনাকাটা। যার ফলে দোকান ছাড়িয়ে ফুটপাথ ঘিরেও ভিড় হোতো। এবার দোকানের ভিতরে গিয়ে মদ কিনলে কোভিডকালে আর সেই ভিড়ের সম্ভাবনা থাকছে না।


আরও পড়ুন: SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়


Delhi Excise Policy Update: দিল্লির এই আবগারি নীতির ফলে রাজধানীতে মদ কেনার নতুন অভিজ্ঞতা হবে ক্রেতাদের। নিয়ম মেনে ৫০০ স্কোয়ারফুটের দোকান নিতে হবে বেসরকারি ব্যবসায়ীদের। যেখানে ক্রেতাদের জন্য এয়ারকন্ডিশনের ব্যাবস্থা রাখতে হবে মালিক কর্তৃপক্ষকে। সঙ্গে সিসিটিভি দোকানে রাখা আবশ্যক করেছে সরকার।  


ইতিমধ্যেই খোলা টেন্ডার ডেকে ৮৫০ টি মদের দোকানকে লাইসেন্স দিয়েছে দিল্লি সরকার। এর মধ্যে ২৬০টি প্রাইভেট আউটলেটও রয়েছে । মঙ্গলবার রাত থেকেইবন্ধ হয়ে যাচ্ছে দিল্লির  সরকারি ৬০০ মদের দোকান। গত ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি মালিকানাধীন মদের দোকানগুলিও। নভেম্বরের ১৭ তারিখ বুধবার থেকেই রাজধানীতে নতুন মদের ব্যবসা চালু করতে পারবে প্রাইভেট প্লেয়াররা। শপিং মলের মতো দোকানে ঢুকেই যেখানে মদ কিনতে পারবেন ক্রেতারা।


 আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI


আরও পড়ুন: Mutual Funds: এক বছরে দুর্দান্ত রিটার্ন, ভরসা রাখুন এই 'ফান্ড অফ ফান্ডস'-এ


আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা