নয়া দিল্লি : কাল থেকে খুলে যাচ্ছে দিল্লির স্কুল। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে প্রায় ছয় মাস বন্ধ রয়েছে রাজধানীর স্কুলগুলি। কাল থেকেই কোভিড বিধি মেনে ছাত্রদের স্বাগত জানাতে কার্যত প্রস্তুত স্কুলগুলি। এক্ষেত্রে দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হবে।
বিদ্যা বাল ভবনের অ্যাকাডেমিক প্রধা নিশান্ত শর্মা বলে, "আমাদের স্কুল ছাত্রদের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর এবং মেডিকেল টিম সহ একটি কোভিড আইসোলেশন রুম স্থাপন করেছে। জরুরি ক্ষেত্রে স্কুল কাছাকাছি হাসপাতালগুলির সঙ্গেও চুক্তি করেছে যাতে শিক্ষার্থীরা সময়ে সঠিক চিকিৎসা পেতে পারে। "
স্কুল পরিবহনের মাধ্যমে তাদের বাড়িতে নামানোর আগেও শিক্ষার্থীদের নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করা হবে। নিশান্ত শর্মা বলেন, স্কুল ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অভিভাবকদের সম্মতি ফরম পাঠাবে। তাদের ওয়ার্ড স্কুলে পাঠানোর অনুমতি চাইবে। সরকারি নির্দেশিকা অনুসারে মাত্র ৫০ শতাংশ শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অভিভাবকদের কাছ থেকে সম্মতি পাওয়ার পর পর্যায়ক্রমে স্কুল পুনরায় চালু করা হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র সম্পূর্ণ টিকা নেওয়া শিক্ষকদের স্কুল এবং ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যদি কোনও কর্মী বা সদস্য এখনও পুরোপুরি টিকা না পেয়েছেন, তাহলে তাঁকে ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না তাঁরা টিকা নিচ্ছেন। এছাড়াও যে শিক্ষার্থী বা স্টাফ যিনি কন্টেনমেন্ট জোনে আছেন তাঁকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ময়ূর বিহারের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপ্যাল সন্ধ্যা সিং বলেছেন, "শারীরিক দূরত্ব নিশ্চিত করতে একটি শ্রেণিকক্ষে মাত্র ১৫ থেকে ২০ জন ছাত্রীকে অনুমতি দেওয়া হবে। যেহেতু নবম ও দশম শ্রেণিতে ছাত্রীর সংখ্যা বেশি, তাই আমরা শিক্ষার্থীদের পৃথক দলে বিভক্ত করেছি। তাদের বিকল্প দিনে অফলাইন ক্লাসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। "