নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলার (Liquor Policy Case) চার্জশিটে (Chargesheet) অভিযুক্ত হিসেবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) নাম জমা দিল সিবিআই (CBI)।  এদিন তারা যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, তাতে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতার প্রাক্তন অডিটর বুচি বাবু, অর্জুন পাণ্ডে এবং আমনদ্বীপ কউরের নামও রয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। 

যা জানা গেল...
গত সপ্তাহে একই মামলার সাক্ষী হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা, কবিতাকেও প্রশ্ন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেজরিওয়াল অবশ্য জিজ্ঞাসাবাদের পরই জানিয়েছিলেন, আবগারি দুর্নীতি মামলার পুরোটাই সাজানাো। তাঁর দল, আম আদমি পার্টি যেহেতু এখন জাতীয় দলের মর্যাদা পেয়ে গিয়েছে, তাই কেন্দ্র তাদের নিশানা করছে। একসুর দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীরও। কোনও ধরনের কুকর্মের অভিযোগই মানেননি তিনি। সঙ্গে আরও দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাছে তাঁর বিরুদ্ধে আনা কোনও অভিযোগের প্রমাণও নেই। 


প্রেক্ষাপট...
এফআইআর রুজু হওয়ার ছ'মাস পর, গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হন মণীশ। একই মামলায় আরও অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের সকলেই জামিনে মুক্তি পেয়েছেন। ব্যতিক্রম শুধু দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আপের দাবি, দিল্লিতে যে কায়দায় প্রশাসনিক কাজকর্ম চলে, সিসোদিয়ার গ্রেফতারি আসলে সেই মডেলের উপর হামলা। দলের তরফে সাংবাদিক সম্মেলনে বলা হয়, 'আপনারা ওঁর বাড়ি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু পাননি। কোনও অভিযোগেরও প্রমাণ মেলেনি।' প্রসঙ্গত, রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত? গ্রেফতার হওয়ার দু'দিন পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মণীশ সিসৌদিয়া। ইস্তফা দেন সত্যেন্দ্র জৈনও। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিন পাতার পদত্যাগপত্রে সিসৌদিয়া লেখেন, 'এই অভিযোগ কিছু ভীরু এবং দুর্বল মানুষের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি ওদের নিশানায় নই, ওদের নিশানায় আসলে অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিগ্রস্ত হতে জোর করা যায় না। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা আমার শক্তি। সত্যের জন্য় দাঁড়ালে, জয় আসবেই'।


UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন


  up10.abplive.com
  up12.abplive.com


 


Class 10


Class 12


 


আরও পড়ুন:বাদ সূর্য, দেড় বছর বাদে প্রত্যাবর্তন রাহানের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় স্কোয়াডে কারা ?