নয়াদিল্লি: ২০১৭ তে ইতালিতে বিয়ে করেছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুজনের প্রথম পরিচয় আরও কয়েকটা বছর আগে। ২০১৩ তে। প্রথমবার সাক্ষাতের পর থেকেই দুজনের মধ্যে ভালোলাগা তৈরি হয়েছিল। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথমবার দেখা হয়েছিল বিরাট ও অনুষ্কার। অনুষ্কার সঙ্গে স্ক্রিন-শেয়ার করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলেন বিরাট। এ কথা এক সাক্ষাতকারে নিজেই জানালেন তিনি।
মার্কিন টেলিভিশন সঞ্চালক গ্রাহাম বেনসিঙ্গারকে দেওয়া সাক্ষাত্কারে বিরাট অনুষ্কার সঙ্গে তাঁর প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘অনুষ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তাই সহজ হতে অনুষ্কার জুতো নিয়ে রসিকতা করেছিলেন তিনি’।
বিরাট বলেছেন, ‘শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় আমাদের দেখা হয়েছিল। মনে আছে যে, আমার ম্যানেজার বান্টি বলেছিল, তোমার একটা ব্র্যান্ডের বিজ্ঞাপন আসছে। এটা নিয়ে বেশ উত্সাহিত ছিলাম আমি।ওকে জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে এই বিজ্ঞাপনের শ্যুটিং? ও বলল, অনুষ্কা শর্মা। এটা শুনে মনে হল, তুমি কি আমার সঙ্গে মজা করছ? ও বলে, আমি সত্যি বলছি। আমি ভাবছিলাম, একজন পেশাদার অভিনেত্রীর সঙ্গে কীভাবে একই ফ্রেমে শ্যুটিং করব? আমাকে তো বোকা বোকা লাগবে। কীভাবে ওই শ্যুটিং করতে হবে, সে ব্যাপারে কোনও ধারণা আমার ছিল না। আমার ম্যানেজার আমাকে সান্ত্বনা দিয়ে বলে যে, খুব ভালো স্ক্রিপ্ট। দারুণ মজাদার হবে পুরো ব্যাপারটা’।
অনুষ্কার সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পরই মজা করেন বিরাট। তিনি বলেছেন, ‘নার্ভাস ছিলাম। তাই প্রথম দেখাতেই মজা করেছিলাম। কারণ, আমি জানতাম না, শ্যুটিংটা কীভাবে করতে হবে। ওর সঙ্গে দেখা হওয়ার আগে সেটে আমি ভীত ও নার্ভাস হয়ে দাঁড়িয়েছিলাম। ও বেশ লম্বা। ওতে বলা হয়েছিল যে, আমি ছয় ফুট বা তার বেশি লম্বা নই। তাই উঁচু হিল না পরতে বলা হয়েছিল ওকে। ও যখন এল, তখন ওকে আমার থেকে বেশ লম্বা মনে হচ্ছিল। আমি বললাম, এর থেকে বেশি হিল তোমার ছিল না? ও তখন বলল, এক্সকিউজ মি? আমি তখন বললাম, আরে, মজা করছিলাম। আসলে আমার ওই মজা নিজের আমার কাছেই অদ্ভূত মুহুর্ত তৈরি করেছিল। সত্যি কথা বলতে কী, আমার বোকার মতো আচরণ করেছিলাম’।
২০১৭ তে অনুষ্কা ও কোহলির বিয়ে হয়। ইতালিতে একেবারে গোপনে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা।