নয়া দিল্লি: দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডের (Delhi Murder) পর একাধিক তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, আমেরিকান (American) ক্রাইম শো (Crime Show) দেখে লিভ ইন পার্টনারকে খুন করে ৩০০ লিটারের ফ্রিজে ঢুকিয়ে দেয় আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Poonawala)। সূত্রের খবর, ২৮ বছর বয়সি তাঁর বান্ধবীকে প্রথমে দমবন্ধ করে তারপর তাঁকে টুকরো টুকরো করে ফেলেন।


জানা যাচ্ছে, শ্রদ্ধাকে খুন করে দেহাংশ ফ্রিজে রাখার পর যাতে সেখান থেকে কোনও ধরনের গন্ধ না বের হয়, তার জন্য ধূপকাঠি জ্বালানো শুরু করে আফতাব।  শ্রদ্ধাকে খুনের পর লিভ ইন পার্টনারের দেহাংশ ৩৫ টুকরো করে আফতাব। এরপর সেগুলিকে ফ্রিজে ভরে রাখে মুম্বইয়ের আফতাব, এমনটাই পুলিশ সূত্রে খবর। গত শনিবার আফতাবকে গ্রেফতার করে দিল্লির মেহেরৌলি থানার পুলিশ। আফতাবকে গ্রেফতারির পর থেকই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে পুলিশের হাতে।                      


অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।অভিযোগ গোটা ঘটনার সূত্রপাত, ঝগড়া থেকে। অভিযুক্ত ১৮ মে তাঁর লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারের গলা টিপে ধরেন। এরপর তাঁর দেহকে ৩৫ টুকরো করেন। সূত্রের খবর সেই টুকরো রাখার জন্য ৩০০ লিটার ওজনের একটি ফ্রিজও কেনেন নাকি যুবক। এরপরের ১৮ দিন ধরে, তিনি মেহরৌলির জঙ্গলের বিভিন্ন এলাকায় টুকরোগুলি ফেলতে থাকেন বলেও খবর।                                         


আরও পড়ুন, যখন জানলেন পাশ করেছেন, তখন পেরিয়েছে বয়স, কেউ জেনারেল হয়েও সংরক্ষিত লিস্টে !


পুলিশ সূত্রে খবর, বছর ছাব্বিশের শ্রদ্ধা দিল্লির একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। আফতাবের সঙ্গে পরিচয় হওয়ার পর শ্রদ্ধা দিল্লি থেকে মুম্বইতে যান থাকতে। যা শ্রদ্ধার পরিবার মেনে নেয়নি। বেশ কয়কেদিন যাবৎ শ্রদ্ধাকে ফোনে না পেয়ে, খোঁজ না মেলায় দিল্লি থেকে মুম্বইতে যান তাঁর বাবা। আফতাবের বিরুদ্ধে শ্রদ্ধার বাবা পুলিশের দ্বারস্থ হলে, তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরই আফতাবের কাছ থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে।