যত দিন যাচ্ছে , রাজধানীতে আরও কড়া হচ্ছে শীত।  আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দুপুরে ৫ থেকে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে, যার ফলে শীত আরও বেশি অনুভূত হবে।

Continues below advertisement

ঘন কুয়াশার কমলা সতর্কতা, শৈত্যপ্রবাহে মানুষজন বিপর্যস্ত

দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল এবং গভীর রাতে দৃশ্যমানতা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপন অত্যন্ত বেশি। চারিদিকই ঝাপসা। সড়ক ও রেল যোগাযোগেও পড়েছে প্রভাব। গাড়ির গতিও বেশ মন্থর। শীতল হাওয়াও বইছে হু হু করে। মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । গত তিন বছরে জানুয়ারির শীতলতম সকাল ছিল মঙ্গলবার। অন্যদিকে, নয়ডায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। রীতিমতো কাঁপতে কাঁপতেই কাজে বেরোতে হয় দিল্লিবাসীকে। 

AQI ৬১৫ তে পৌঁছাল, বাতাস খুবই খারাপ

ঠান্ডা এবং কুয়াশার সঙ্গে দিল্লির বাতাসও গুরুতর পরিস্থিতিতে পৌঁছেছে। আজ (১৪ জানুয়ারি) রাজধানীর AQI আবারও ৬১৫ রেকর্ড করা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক জায়গায় পৌঁছায়। বিষাক্ত বাতাসের ফলে বয়স্ক, শিশু এবং শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Continues below advertisement

১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে মিলতে পারে স্বস্তি

আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারীর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার পরিস্থিতি বজায় থাকতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে

IMD জানাচ্ছে যে, ১৫ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার প্রভাব দিল্লি-এনসিআর-এও দেখা যাবে। এর জেরে ১৯ জানুয়ারি পর্যন্ত আকাশে বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে এবং তাপমাত্রায় সামান্য বৃদ্ধি হতে পারে। ২০ থেকে ২৩ জানুয়ারির মধ্যে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যার কারণে আবহাওয়া আবারও পরিবর্তন হতে পারে।