লখনউ: অনলাইনে দেড় লক্ষ টাকা দামের একটি iPhone অর্ডার দিয়েছিল এক ব্যক্তি। ডেলিভারি বয় যখন সেই ফোনটি দিতে আসে তখন টাকা না দিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। পরে অভিযুক্ত তার এক সঙ্গীকে নিয়ে ৩০ বছর বয়সী ওই ডেলিভারি বয়ের মৃতদেহ লখনউ শহরে (Lucknow Shocker) থাকা ইন্দিরা ক্যানালে পুঁতে দেয় বলে জানা গেছে। খবর পেয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ওই মৃতদেহটির সন্ধান করছে বলে পুলিশ সূত্রে খবর।


আরও পড়ুন: RG Kar Case: 'প্রয়োজনে তদন্তের ব্যাপ্তি খতিয়ে দেখা হবে, বড় চক্রের অংশ', RG Kar মামলায় দুর্নীতি ইস্যুতে মন্তব্য সুপ্রিম কোর্টের


এপ্রসঙ্গ লখনউ শহরের ডেপুটি পুলিশ কমিশনার শশাঙ্ক সিং জানান গজানন নামে এক ব্যক্তি ফ্লিপকার্টের মাধ্যমে দেড় লক্ষ টাকা দামের একটি আইফোন অর্ডার দিয়েছিল। ফোন ডেলিভারি করার সময় টাকা দেওয়ার কথা ছিল তার। গত ২৩ সেপ্টেম্বর নিশান্তগঞ্জ এলাকার বাসিন্দা ৩০ বছরের ভারত সাহু গজাননের উল্লেখিত জায়গা আইফোনটি ডেলিভারি দিতে আসেন। সেই সময় গজানন ও তার এক সঙ্গী ভারত সাহুকে শ্বাসরুদ্ধ করে খুন করে একটি ব্যাগ মৃতদেহটি ভরে তারপর সেটি ইন্দিরা ক্যানালে পুঁতে দেওয়া হয়েছে বলে অভিযোগ।


আরও পড়ুন: Jyotirmay Singh Mahato : 'বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশে অনুপ্রবেশ', অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের


এদিকে ভারত সাহুর পরিবার ২ দিন ধরে তাঁর কোনও খোঁজ না পেয়ে চিনহাট পুলিশ স্টেশনে গত ২৫ সেপ্টেম্বর একটি নিখোঁজ ডায়েরি করান। তদন্ত নেমে সাহুর ফোন কল ডিটেলস পরীক্ষা করে তার লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে পুলিশ। এরপর তারা গজাননের ফোন নম্বর খুঁজে বের করে তাকে ও তার সঙ্গী আকাশকে আটক করে জেরা শুরু করে। লাগাতার জেরার মুখে পুলিশের কাছে সব কথা খুলে বলে আকাশ। নিজেদের অপরাধের কথা স্বীকার করে। এরপরই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল ইন্দিরা ক্যানাল থেকে আকাশ সাহুর মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Loan Company Staff Suicides : '৪৫ দিন ঘুমাইনি, ভাল করে খাইওনি', আত্মহত্যা Bajaj Finance কর্মীর; 'টার্গেট পূরণের চাপ', উল্লেখ সুইসাইড নোটে