নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ের ছবি দেখেছে দেশ। এরই মধ্যে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও। শঙ্কার আবহেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে আইসিএমআর। দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। এমনটাই মন্তব্য আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধানের।


সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. সমীরণ পণ্ডা বলেন, দেশের ১০টি রাজ্যে ৪৯জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে ভয়ানক এমন প্রমাণও মেলেনি।


লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সঙ্গে যৌথভাবে গবেষণা করে আইসিএমআর। সেই গবেষণার কথা তুলে ধরে ডা. সমীরণ পণ্ডার দাবি করেছেন দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। এক্ষেত্রে কোভিড বিধি মেনে চলা এবং টিকাকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি এপিডেমিওলজি বিভাগের প্রধানের। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকরী তা নিয়ে গবেষণা বলেও জানিয়েছেন ডা. সমীরণ পণ্ডা। সংবাদ সংস্থাকে ওই চিকিৎসক বলেন, করোনা বিধি মেনে চলতে হবে। টিকাকরণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবেই রোখা যাবে তৃতীয় ঢেউ।


উল্লেখ্য,  ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, নেপাল, চিন, রাশিয়া, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ডে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে কেরল এবং মধ্যপ্রদেশের নামও। পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন এমন তথ্য উঠে এসেছে।


এদিকে দেশজুড়ে টিকাকরণের গতিপ্রকৃতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। করোনা টাস্কফোর্স ও পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ডিসেম্বরের আগেই দেশে সবার টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, টিকাকরণে নতুন গতি দিতে চাইছে কেন্দ্র।