মেলবোর্ন: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও জিতে নিল অস্ট্রেলিয়া (Pak vs Aus)। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নিল অজিরা। ম্যাচে একাই ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজও পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে পাহাড়প্রমাণ ৩১৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান শিবির।.


ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক শান মাসুদ। প্রথম ইনিংসে ৩১৮ রান বোর্ডে তুলে নেয় অজিরা। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন মার্নাস লাবুশেন। তিনি ৬৩ রান করেছিলেন। অন্যদিকে ৪২ রানের ইনিংস খেলেছিলেন উসমান খাওয়াজা। পাক বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন মির হামজা, শাহিন আফ্রিদি ও হাসান আলি। ৩ উইকেট নেন আমের জামাল। ১ উইকেট নেন আগা সালমান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। আব্দুল্লাহ শাফিক ও অধিনায়ক শান মাসুদ অর্ধশতরান হাঁকান।


দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই উসমান খাওয়াজাকে শূন্য রানে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। প্রথম ইনিংসে অজ়িদের হয়ে লড়াকু অর্ধশতরান করা মার্নাস লাবুশেনও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁকেও সাজঘরের পথ দেখান শাহিনই। লাঞ্চের পর ওয়ার্নার ছয় ও ট্র্যাভিস হেড শূন্য রানে ঘরে ফিরলে ১৬ রানের বিনিময়ে চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।


এই পরিস্থিতিতে পাকিস্তান নিশ্চয়ই অস্ট্রেলিয়াকে দ্রুত অল আউট করার স্বপ্ন দেখছিল। কিন্তু সে গুড়ে বালি। মিচেল মার্শ ও স্মিথ পঞ্চম উইকেটে পাকিস্তানের সমস্ত আশায় জল ঢেলে দেয়। ব্যাট হাতে মার্শের প্রতিআক্রমণে কার্যত দিশেহারা দেখায় পাক বোলারদের। অল্পের জন্য নিজের বাবা মার উপস্থিতিতে এক স্মরণীয় শতরান হাঁকানোর সুযোগ হাতছাড়া করেন মার্শ। ১৩০ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ১৫৩ রানের পার্টনারশিপ ভাঙেন মির হামজা। মার্শ আউট হওয়ার পরে স্টিভ স্মিথ নিজের অর্ধশতরানপূরণ করলেও বেশিদূর এগোতে পারেননি। ৫০ রানেই তাঁকে সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে অল আউট হয়ে যায় অজিরা। 


রান তাড়া করতে নেমে শান মাসুদ ও আগা সালমন অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে দলকে জেতাতে পারেননি।