কলকাতা: এক ঝটকায় যেন ফিরিয়ে নিয়ে যাওয়া ৮০-র জগতে। ঘুড়িতে লেখা প্রেমপত্র, নাটক দেখতে দেখতে কাঁধে মাথা রাখা, সরস্বতী পুজোর হলুদ শাড়ি, সব মিলিয়ে নস্ট্যালজিয়ায় মোড়া এক সুর। মুক্তি পেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জারর্সের 'কিশমিশ' (Kishmish) ছবির নতুন গান 'অবশেষে ভালোবেসে চলে যাব'। আর সেই গানে একে অপরের প্রেমে ডুবলেন ভাসলেন মজলেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সাক্ষী পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee), চিত্রগ্রাহক মধুরা পালিত ও ছবির অন্যান্য কলাকুশলীরা।
দেব-রুক্মিণীর রসায়ন
আজ শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। গানের শুরু থেকে শেষ, দেবের চোখ যেন সরছিলোই না রুক্মিণীর দিক থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের দায়িত্ব হামেশাই তিনি দিচ্ছিলেন রুক্মীণিকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবের স্বভাবচিত মজা খুনসুটিতে তখন আসর জমজমাট। রিল লাইফের প্রশ্ন থেকে ঘুরে ফিরে হামেশাই প্রশ্ন ঢুকে পড়ছিল দেব-রুক্মিণীর রিয়েল লাইফ প্রেমে। সেখানেই প্রশ্ন ওঠে দেবের বিয়ে নিয়ে। সেখানেই দেব ফাঁস করেন, বাড়ি থেকে নাকি রোজই বিয়ের কথা বলে হচ্ছে দেবকে। তারপরেই হাসির মোড়কে সেই বিস্ফোরক উত্তর, ঠিক আছে, ২৯ এপ্রিল বিয়ে করছি। লজ্জায় লাল রুক্মিণী। মুহূর্তের মধ্যে ঘরের সবাই ফেটে পড়ে হাততালিতে।
আরও পড়ুন: 'যে ইতিহাস আমরা জানতে পারি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী'
সদ্য মুক্তি পাওয়া 'অবশেষে ভালোবেসে চলে যাব' গানে আশির দশকের প্রেমের ছবি তুলে ধরেছেন পরিচালক রাহুল। এবিপি লাইভকে রুক্মীণি বললেন, 'আমার কিশমিশকে হ্যাঁ বলার অন্যতম কারণ এই গানটা। আমার জীবনে শ্যুটিং করা সেরা গান এটি।' নায়িকা জানালেন, আশির দশকের নায়িকা হয়ে উঠতে, সেই মতো হাবভাব করতে তিনি নাকি সাহায্য নিয়েছিলেন তাঁর মায়ের। এমনকি দুটো বিনুনি করা থেকে শুরু করে গোড়া আলগা করে একটা বিনুনি, উঁচু করে টিপ, কাঁধের ঝোলা ব্যাগ আর সালোয়ার কামিজ.. রিল থেকে রিয়েল.. রুক্মিণীর দিক থেকে সত্যিই চোখ ফেরানো কঠিন দেবের পক্ষে। একবার খুনসুটি করে স্বীকার করে ফেললেন, রুক্মিণী বিপরীতে থাকলে নাকি কোনও নায়ককেই প্রেমের অভিনয় করতে হয় না, এমনই প্রেমে পড়া যায়।'