দুবাই: ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্টেফানি টেলর ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম স্থানে উঠে এলেন। টপকে গেলেন ভারতের মিতালি রাজকে। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরই এই পুরস্কার পেলেন টেলর।


শুধু ব্যাটসম্যানদের তালিকায়ই নয়। অলরাউন্ডারদের তালিকায়ও প্রথম স্থানে উঠে এলেন টেলর। প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন টেলর। বল হাতে ২৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন টেলর। ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানকে সেই ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দেয়।


এরপরই মঙ্গলবার আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে মিতালিকে টপকে গিয়ে প্রথম স্থানে ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন টেলর। চার ধাপ এগিয়ে এসেছেন টেলর। মিতালির ঝুলিতে এখন রয়েছে ৭৬২ পয়েন্ট। টেলরের ঝুলিতে রয়েছে ৭৬৬ পয়েন্ট। প্রথম দশের মধ্যে ভারতের স্মৃতি মন্ধানা দু ধাপ নেমে ৯ নম্বরে জায়গা করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭০১ পয়েন্ট। 


এর আগে ২০১২ সালের মার্চ মাসে প্রথমবার ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে উঠে এসেছিলেন টেলর। এরপর ২০১৪ সালের নভেম্বর মাসেও একবার ফের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। অলরাউন্ডারদের তালিকায় শেষবার ২০১৭ সালে শীর্ষে উঠে এসেছিলেন টেলর। 


মিতালি সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভাল পারফর্ম করেছিলেন। তবে দ্বিতীয় স্থানে নেমে যেতে হল তাঁকে। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় ভারতের ঝুলন গোস্বামী রয়েছেন ওয়ান ডে ফর্ম্যাটে ৫ নম্বরে। তিনিই ছাড়া ভারতের পুণম যাদব রয়েছেন ৯ নম্বরে। যদিও তিনি ২ ধাপ নেমে গিয়েছেন। ওয়ান ডে ফর্ম্যাটে অলরাউন্ডারদের তালিকায় অবশ্য প্রথম দশে ভারতের কেউ নেই। 


টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতে শেফালি বর্মা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন ১ নম্বরে। স্মৃতি মন্ধানা রয়েছেন ৪ নম্বরে। বোলারদের তালিকায় অবশ্য টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের তিন জন রয়েছেন। ৬ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা, ৭ নম্বরে পুণম যাদব ও ৮ নম্বরে রয়েছেন রাধা যাদব।